শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৪:৫১ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধের আহ্বান জানালো নাইকি অ্যাডিডাসসহ ১৭০টি প্রথম সারির জুতা কোম্পানি

শাহনাজ বেগম : ক্রেতাদের মধ্যে বাণিজ্য বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্পকে চীনের সঙ্গে মার্কিন বাণিজ্য যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় জুতা সংস্থাগুলি। নাইকি এবং অ্যাডিডাসসহ ১৭৩ টি কোম্পানির পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টের কাছে এ ধরণের যুদ্ধ বন্ধের আবেদনে স্বাক্ষর করা খোলা চিঠি পাঠায় এবং এটি যুক্তরাষ্ট্রের ওয়েবসাইটের জুতা বিতরণ ও খুচরা বিক্রেতাদের পোস্টে পোস্ট করে। সাউথ চাইনা মর্নিং পোস্ট, বিবিসি

কোম্পানির স্বাক্ষরিত চিঠিতে তারা বলেন, আমদানি শুল্ক আরোপে সরকারের সিদ্ধান্তের শতকরা ২৫ভাগ কমিয়ে আনতে হবে। তারা আরো সতর্ক করেছে যে উচ্চ ঋণের কারণে ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য হুমকিতে পড়তে পারে। ফলে এই বাণিজ্য যুদ্ধ বন্ধ করার জন্য এখনই সময় বলে সংস্থাগুলো মনে করছে।

ওয়াশিংটন ও বেইজিং বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ২০ হাজার কোটি ডলারের সমমূল্যের চীনা পণ্যের উপর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে। মোট ৩ হাজার ৮শ’ ৫টি পণ্যের উপর এই উচ্চ-শুল্ক আরোপ করা পণ্যের মধ্যে স্মার্ট-ফোন, ল্যাপটপ, কম্পিউটার, খেলনা, ক্রীড়ার জুতো এবং টি-শার্টের মত কাপড়ও রয়েছে।

এই পদক্ষেপ কার্যকর হলে প্রায় সকল আমদানিকৃত চীনা পণ্যের শুল্কহার বাড়বে যা যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত ভোক্তা ব্যয়ের উপর প্রভাব ফেলতে পারে।

চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্কারোপের ঘোষণার পর মার্কিন পণ্যের উপর ৬ হাজার কোটি ডলারের পাল্টা শুল্কারোপের ঘোষণা দেয় চীন। এতে বলা হয়, আগামী ১ জুন থেকে পাঁচ হাজার একশ’ চল্লিশটি মার্কিন পণ্যে ৫ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্কারোপ কার্যকর হবে। অবশ্য ট্রাম্প বলেছেন, চীনের এই পদক্ষেপের পর আর কেউ চীনের সঙ্গে ব্যবসা করবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়