শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ১১:৪৬ দুপুর
আপডেট : ২১ মে, ২০১৯, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলাকার সমস্যা নিরসনের দাবিতে এক টেবিলে আ.লীগ-বিএনপি

আসিফ হাসান কাজল: রাজধানীর ইন্দিরা সড়ক থেকে পশ্চিম রাজাবাজার সড়কে জলাবদ্ধতা নিরসনে একসঙ্গে দাবি জানিয়েছে এলাকার স্থানীয় বিএনপি-আওয়ামী লীগ রাজনৈতিক নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডেমোক্রেসি ইন্টান্যাশনাল আয়োজিত সংবাদ সম্মেলনে একাধিক রাজনৈতিক দলের ফেলোবৃন্দের অংশগ্রহণে তারা এ দাবি জানায়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ডালিয়া রহমান বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড ইন্দিরা রোড হতে পশ্চিম রাজাবাজার এলাকার পয়োনিষ্কাশন খুবই নাজুক অবস্থায় রয়েছে । বছরের বেশিরভাগ সময় সুয়ারেজ পানি রাস্তায় জমে থাকে। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। জলাবদ্ধতা সৃষ্টির কারণে মসজিদগামী মুসল্লিগণ,স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী সহসাধারণ এলাকাবাসী দীর্ঘদিন যাবত প্রচন্ড দুর্ভোগের মধ্যে দিয়ে দিন পার করছে। সুয়ারেজ লাইন এর ময়লা পানি উপচে পড়ে বিভিন্ন বাসাবাড়ির খাবার পানির রিজার্ভ ট্যাংকিতে পানি প্রবেশ করছে। এতে জনসাস্থ্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে।

২৭ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ও বাংলাদেশ যুব মহিলা লীগ সদস্য পারুল আক্তার বলেন, আমাদের এলাকা রাজধানীর গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ এলাকা । এখানে প্রতিদিন হাজার হাজার জনসাধারণ ইন্দিরা রোড থেকে পশ্চিম রাজাবাজার রাস্তা টি মসজিদ মাদ্রাসা ইস্কুল কলেজ সরকারি-বেসরকারি হাসপাতালসহ অন্যান্য প্রতিষ্ঠান যাতায়াতের জন্য ব্যবহার করে থাকে।
বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য সালমা ইসলাম বিনু বলেন, পূর্বে আমরা সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আমাদের সমস্যার কথা জানিয়েছি, কিন্তু আজ অবধি সেই সমস্যার কোন সমাধান আমরা পাইনাই। এসময় জলাবদ্ধতার স্থায়ী সমস্যা সমাধানে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবার কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়