শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ১১:০৩ দুপুর
আপডেট : ২১ মে, ২০১৯, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরাফির প্রশংসায় ভারতীয় ক্রিকেটার কুম্বলে

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপ খেলতে পারেননি তিনি। তারপর ইনজুরি কাটিয়ে দলে ফিরে নিজ কাঁধে যখন দলের দায়িত্ব পেলেন তখন থেকেই বাংলাদেশকে পূর্নাঙ্গ শক্তিশালী দল হিসেবে পরিণত করেন। বলছি বাংলাদেশ ওয়ানডের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কথা যার হাত ধরে ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলেছিলো।

মাশরাফি এমন একজন আদর্শ নেতা যার মধ্যে একজন নেতার যেসকল গুণ থাকা প্রয়োজন তার মধ্যে প্রায় সবই বিদ্যমান। আর সেই কারণে মাশরাফির নেতৃত্বে ভিন্ন বাংলাদেশের প্রতিচ্ছবি প্রতিনিয়তই দেখে আসছে ক্রিকেট বিশ্ব। টাইগার দলপতির উচ্চকিত প্রশংসায় তাই দ্বিধা করেননি ক্রিকেটের নানা রথী মহারথীরা। সেই তালিকায় যুক্ত হয়েছেন সাবেক ভারতীয় কিংবদন্তী স্পিনার অনিল কুম্বলেও। সম্প্রতি বাংলাদেশ দল নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে মাশরাফির ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

মাশরাফিকে একজন আদর্শ নেতার খেতাব দিয়ে কুম্বলে বলেছেন, ‘মাশরাফি মর্তুজা একজন খুব ভালো নেতা। সে দলকে একত্রিত করতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম। সে যখন দলকে নেতৃত্ব দেয়, তখন আপনি ভিন্ন বাংলাদেশ দলকে দেখতে পারবেন।’

কিছুদিন আগে মাশরাফির বন্দনায় মুখর ছিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজাও। টাইগার দলপতিকে একজন ঠান্ডা মেজাজের নেতা হিসেবে অভিহিত করেছিলেন তিনি। জনপ্রিয় এই ধারাভাষ্যকার বলেছিলেন, ‘মাশরাফি একজন অনবদ্য অধিনায়ক। ঠান্ডা মেজাজে অধিনায়কত্ব করে। কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্তটা নিয়ে থাকে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়