শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৯:১০ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্চার ও ডওসনকে দলে নিয়ে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর আসন্ন বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের ১৫ সদস্যের দলে জায়গা পেলেন ওয়েস্ট ইন্ডিজ বংশোদ্ভূত জোফরা আর্চার। আজ বিশ্বকাপের চ‚ড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আর এই স্কোয়াডে জায়গা পেয়েছেন আর্চার ও লিয়াম ডওসন।

ম্যালাহাইডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আর্চারের। অভিষেকে ৮ ওভারে ৪০ রান দিয়ে ১ উইকেট শিকার করা এই ডানহাতি পাকিস্তানের বিপক্ষেও নিজের বোলিং কারিশমা দেখান। প্রথম ওয়ানডেতে ৪ ওভার বোলিং করে মাত্র ৬ রানের বিনিময়ে ১ উইকেট শিকার করেন তিনি। দারুণ ফর্মে থাকা ২৪ বছর বয়সী এই পেসারকে এবার তাই বিশ্বকাপ স্কোয়াডে রাখতে কালক্ষেপণ করেননি নির্বাচকেরা।

তবে আর্চারকে ১৫ জনের তালিকায় জায়গা দিতে বাদ পড়তে হয়েছে বাঁহাতি পেসার ডেভিড উইলিকে। এছাড়াও সাইড স্ট্রেইনের ইনজুরি কাটিয়ে ফেরা পেসার ডওসন এবং ওপেনার জেমস ভিন্সকে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কোয়াডে।

হ্যাম্পশায়ারের হয়ে খেলা ডওসন গত রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে ১৮ টি উইকেট শিকার করেছিলেন। সুতরাং তার অন্তর্ভুক্তি অনেকটা সময়ের ব্যাপার বলে বিবেচিত হচ্ছিলো। আর ডোপ টেস্টে ইতিবাচক প্রমাণিত হয়ে ছিটকে পড়া অ্যালেক্স হেইলসের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ভিন্স। তবে কপাল পুড়েছে ২৯ বছর বয়সী ডেভিড উইলির।

বিশ্বকাপে ইংল্যান্ডের চ‚ড়ান্ত স্কোয়াড: জেসন রয়, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলি, আদিল রশিদ, ক্রিস ওকস, মার্ক উড, জোফরা আর্চার, লিয়াম প্ল্যাঙ্কেট, টম কারান, লিয়াম ডওসন, জেমস ভিন্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়