শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৮:০৮ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যথার্থ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসায় প্রণব মুখার্জি

সান্দ্রা নন্দিনী : ভারতের ১৭ তম লোকসভা নির্বাচনে রোববার শেষদফা ভোটগ্রহণের পরই বুথফেরত জরিপে ভারতীয় জনতা পার্টি-বিজেপি’র বিপুল বিজয়ের পূর্বাভাস প্রকাশের পর থেকেই দেশটির নির্বাচন কমিশন ও ইভিএম প্রক্রিয়ার ব্যাপক সমালোচনা শুরু হয়। এনডিটিভি

তবে, চতুর্দিকে এত সমালোচনার মধ্যেই দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি একটি যথার্থ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, একজন অদক্ষ শ্রমিকই কেবল নিজের যন্ত্রপাতি নিয়ে অভিযোগ করে। প্রসঙ্গত, কংগ্রেসসহ অন্যান্য বিরোধীদল নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপি’র প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ আনে।
সোমবার এক অনুষ্ঠানে প্রণব মুখার্জি বলেন, ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বহুবছর ধরে গড়ে উঠেছে এবং খুবই কার্যকরভাবে কাজ করে চলেছে। আমি সবসময়ই বিশ্বাস করি, কেবলমাত্র একজন অদক্ষ শ্রমিক নিজের যন্ত্র নিয়ে হতাশা প্রকাশ করেন। অন্যদিকে, একজন দক্ষ শ্রমিক জানেন কিভাবে নিজের যন্ত্রাংশগুলোকে কাজে লাগাতে হয়।’

প্রণব মুখার্জি বলেন, ‘আমরা যদি সত্যিই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চাই, মনে রাখতে হবে আমাদের প্রতিষ্ঠানগুলো খুবই ভালো কাজ করছে। সকল নির্বাচন কমিশনার ভালো কাজ করেছেন। এমনকী, বর্তমান নির্বাচন কমিশনারও যথেষ্ট দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করেছেন। আপনারা কোনভাবেই তাদের সমালোচনা করতে পারেন না। কেননা, নির্বাচনটি অত্যন্ত যথার্থভাবে পরিচালিত হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়