শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৯:০৮ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে এবার নামিদামি রেস্তোরা ও কসমেটিক্স দোকানে অভিযান, ১৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

সুজন কৈরী : রাজধানীর বসুন্ধরা শপিং মলে ও এলিফ্যান্ট রোডের মীনা বাজার শাখা এবং হাতিরপুল বাজারে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ১৩লাখ ১০হাজার ২শ’ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এছাড়া রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে আড়াইলাখ টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথকভাবে এসব অভিযান চালানো হয়।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, সোমবার দুপুরে এপিবিএন-১ এর সহায়তায় রাজধানীর পান্থপথের বসুন্ধরা শপিং মলে অভিযান চালানো হয়। এ সময় বিদেশি কসমেটিক্সের নামে ঢাকার কেরানীগঞ্জ, জিঞ্জিরা, চকবাজার ও মৌলভীবাজারে তৈরি নকল কসমেটিক্স ও ব্যাগ বিক্রির অভিযোগে আলমাসকে একলাখ, মোস্তফা মার্টকে একলাখ, বিবিবি কসমেটিক্সকে একলাখ, সেভলি কসমেটিক্সকে ৫০ হাজার, নিউর কসমেটিক্সকে ৫০ হাজার, এবং আমরিন ফ্যাশনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তবে আমরিন ফ্যাশন সাময়িক বন্ধ রাখা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ বলেন, সোমবার সকালে রাজধানীর হাতিরপুল বাজার ও এলিফ্যান্ট রোডের মীনা বাজারে নিম্মমানের ৫২ পণ্য বিক্রির বিষয়টি মনিটরিংয়ের জন্য অভিযানটি চালানো হয়। এ সময় হাতিরপুর বাজারের ঢাকা স্টোরকে মানহীন ৫২ পণ্যের মধ্যে থাকা এসআই লবণ বিক্রির অভিযোগে নিরাপদ খাদ্য আইনে ৩ লাখ টাকা এবং অপর একটি দোকানে তীর কোম্পানির ছোট তেলের বোতল পাওয়ায় ২শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়া এলিফ্যান্ট রোডের মীনা বাজারের শাখায় অভিযান চালিয়ে বাঘা বাড়ির ঘি ও প্রাণের গুড়া হলুদ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৬লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টরের মোগল রেস্টুরেন্টকে পঁচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবি ও ক্রাইম বিভাগের সমন্বয়ে খাদ্যে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযানটি চালানো হয়। অভিযানকালে মোগল রেস্টুরেন্ট ছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে উত্তরা ৩ নম্বর সেক্টরের ‘লা বামাবা’ রেস্টুরেন্টকে ৩০ হাজার এবং অনুমোদনহীন লবণ ব্যবহার করায় একই এলাকার খাজানা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমান আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়