শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ১২:১৪ দুপুর
আপডেট : ২১ মে, ২০১৯, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি ও আমিরাতের ৩০০ স্থাপনায় ড্রোন হামলার পরিকল্পনা ইয়েমেনের

রাশিদ রিয়াজ : ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তিনশ’টি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার পরিকল্পনা গ্রহণ করেছে। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে আগ্রাসন বন্ধ না করলে পর্যায়ক্রমে এসব স্থাপনায় হামলা চালানো হবে।

তিনশ’টি স্থাপনার মধ্যে বেশ কয়েকটি সামরিক ও তেল স্থাপনা রয়েছে। এছাড়া রয়েছে ইয়েমেনের ভেতরে সৌদিপন্থীদের দখলে থাকা এলাকাগুলোয় অবস্থিত সৌদি ও ইয়েমেনি বিভিন্ন ঘাঁটি। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দেশটির সরকারি বার্তাসংস্থা ‘সাবা’ এসব তথ্য জানিয়েছে।

সাবা জানিয়েছে, সম্প্রতি সৌদি আরবের তেল পাইপ লাইনের দু’টি পাম্পিং স্টেশনে হামলা ছিল ওই বৃহৎ পরিকল্পনারই অংশ। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই সূত্রটি বলছে, তারা কারো জন্য হুমকি সৃষ্টির পক্ষে নয়। সৌদি আরবের নির্মম আগ্রাসন বন্ধ করতে এ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

গত ১৪ মে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ ও সেনাবাহিনীর ড্রোন হামলায় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপ লাইনের দু’টি পাম্পিং স্টেশনে আগুন ধরে যায়। এই পাইপ লাইনের সাহায্যে আশ-শারকিয়া প্রদেশের তেল খনিগুলো থেকে উত্তোলিত তেল লোহিত সাগর উপকূলবর্তী ইয়ানবু বন্দরে নিয়ে যাওয়া হয়। এই হামলাকে ইয়েমেনিদের জন্য বড় ধরণের সাফল্য হিসেবে গণ্য করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়