শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৩:৩৩ রাত
আপডেট : ২০ মে, ২০১৯, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আটালান্টার সঙ্গে হতাশার ড্রয়ের পর জুভেন্টাসের শিরোপা উৎসব

স্পোর্টস ডেস্ক: সিরি আ লিগে পাঁচ ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করেছিলো জুভেন্টাস। সেই দলটি রোববার রাতে আটালান্টার বিপক্ষে ১-১ গোলো ড্র করে। তবে ম্যাচটি জয় না করতে পারলেও শিরোপা উৎসবে ভাটা পড়েনি। ম্যাচ শেষে টানা অষ্টমবারের চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

সেরি আয় এই নিয়ে টানা চার মাচ জয়শূন্য রইলো সর্বোচ্চ ৩৫ বারের চ্যাম্পিয়নরা। ইন্টার মিলান ও তোরিনোর সঙ্গে ড্রয়ের পর গত সপ্তাহে রোমার মাঠে ২-০ গোলে হেরেছিল আল্লেগ্রির শিষ্যরা। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ আট ম্যাচে এটা তাদের চতুর্থ ড্র। এ সময়ে তিনটিতে হেরেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে যাওয়া দলটি।

৩৩তম মিনিটে গোল খেয়ে বসে শিরোপাধারীরা। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস দূরের পোস্টে পেয়ে টোকায় জাল খুঁজে নেন বসনিয়ার মিডফিল্ডার ইয়োসিপ ইলিচিচ।

মাঝে আরেকটি সুযোগ নষ্ট করা রোনালদো হলুদ কার্ড দেখে বিরতিতে যান। জুভেন্টাস আক্রমণে থাকা অবস্থায় বিরতির বাঁশি বাজানোয় রেফারির সঙ্গে তর্ক জুড়ে শাস্তি পান সেরি আয় অভিষেক মৌসুমে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা পর্তুগিজ ফরোয়ার্ড।

৮০তম মিনিটে মানজুকিচের দারুণ এক গোলে অবশেষে সমতায় ফেরে জুভেন্টাস। হুয়ান কুয়াদরাদোর উঁচু করে বাড়ানো বলে বাইলাইনে ঝাঁপিয়ে টোকা দেন আন্দ্রেয়া বারজাগলির বদলি নামা ক্রোয়াট ফরোয়ার্ড। বল গোলরক্ষকের পায়ে লেগে দূরের পোস্ট ছুঁয়ে ভিতরে ঢোকে।

পরবর্তী সময়ে আর গোলো দেখা পায়নি তাই ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় জুভেন্টাসকে। মৌসুম শেষে পাঁচ বছরের জুভেন্টাস অধ্যায়ের ইতি টানতে যাওয়া কোচ আল্লেগ্রির ঘরের মাঠের শেষটা সুখকর হলো না। ২০১৪ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে টানা পাঁচ মৌসুমে দলটিকে লিগ শিরোপা জিতিয়েছেন ইতালিয়ান এই কোচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়