শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ১০:৫১ দুপুর
আপডেট : ২০ মে, ২০১৯, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি অর্থবছরে দুটি শত কোটি ডলারের রপ্তানিবাজার যুক্ত হয়েছে দেশের অর্থনীতিতে

নূর মাজিদ : চলতি ২০১৮-১৯ অর্থবছরে দুটি নতুন দেশের বাজারে শত কোটি ডলারের রপ্তানি অর্জন করেছে বাংলাদেশ। এই দেশদুটি হচ্ছে ভারত এবং পোল্যান্ড। এর ফলে শত কোটি ডলার বা তার বেশি পণ্য রপ্তানি করা হয়, এমন বাণিজ্য সহযোগী দেশের সংখ্যা ৯ থেকে ১১টিতে উন্নীত হলো। সূত্র : দ্য এজ, নিউজ বিডি।

এদিকে দীর্ঘদিনের বাণিজ্য সহযোগী হলেও এই প্রথম ভারতে ১শ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে দেশটির বাজারে অ্যাপারেলস বা বস্ত্রশিল্পের অসাধারণ রপ্তানিবৃদ্ধি, এই লক্ষ্যপূরণে সহায়ক অবদান রাখে। জুলাই-এপ্রিল মেয়াদে ভারতে মোট রপ্তানির পরিমাণ ১শ কোটি ৭০ লাখ ডলারে উন্নীত হয়। যা ২০১৭-১৮ অর্থবছরের একি সময়ের তুলনায় ৫২ দশমিক ৯৮ শতাংশ বেশি। ওই মেয়াদে ভারতে ৭০ কোটি ১৫ লাখ ৬০ হাজার ডলারের পণ্য রপ্তানি করা হয়।

এদিকে পোলান্ডেও শতকোটি ডলারের বাজার রপ্তানি প্রবৃদ্ধির কারণেই অর্জিত হয়েছে। দেশটিতে রপ্তানির পরিমান বেড়েছে ২৯ দশমিক ৮০ শতাংশ। মোট রপ্তানি হয়েছে ১শ কোটি ২ লাখ ডলার। যা আগের অর্থবছরে ছিলো ৭৮ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর বা ইপিবির সূত্রে এসব তথ্য জানা যায়।

ইপিবি আরো জানায়, গত অর্থবছরের পুরো মেয়াদে (১২ মাসে) ভারতে মোট রপ্তানির পরিমাণ ছিলো ৮৭ কোটি ৩২ লাখ ৭০ হাজার ডলার। অন্যদিকে, পোলান্ডের বাজার থেকে রপ্তানি আয় হয় ৯৬ কোটি ৫২ লাখ ২০ হাজার ডলার।

এছাড়াও, দেশের প্রচলিত শত কোটি ডলারের বাজারগুলো হলো যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস এবং জাপান। ইতোপূর্বে, ২০১৬ অর্থবছরে বেলজিয়ামের বাজারেও শত কোটি ডলারের রপ্তানি অর্জন করে বাংলাদেশ। তবে পরবর্তীতে এই রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা যায়নি।

এদিকে রপ্তানি বৃদ্ধির এই অবস্থানকে দেশের জন্য একটি সুসংবাদ বলে জানিয়েছেন দেশের শীর্ষ রপ্তানিকারক এবং বাজার বিশেষজ্ঞগণ। আগামী দিনে আরো একাধিক দেশে শত কোটি ডলারের রপ্তানি বাজার অর্জন করা সম্ভাবনা রয়েছে, তারা এমন আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়