শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৭:২২ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুথফেরত জরিপ, ফের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছেন মোদী, রাহুল-মমতা-মায়াবতীর স্বপ্নভঙ্গ

আসিফুজ্জামান পৃথিল : রোববার শেষ হয়েছে ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচন। এদিন রাতেই প্রকাশিত হয়েছে প্রায় সব বুথফেরত জরিপের ফলাফল। জরিপগুলো জানাচ্ছে, আবারও ক্ষমতায় আসছে বিজেপির নেতৃত্বাধীন ক্ষমতাসীন এনডিএ জোট। এবারও ক্ষমতায় আসতে পারছে না কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট। এতে শুধু রাহুল না, মমতা ব্যানার্জি আর মায়াবতীরও স্বপ্নও ধুলিস্মাৎ হয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ দোদুল্যমান পার্লামেন্ট পরিস্থিতি তৈরী হলে মঞ্চে আবির্ভূত হতে পারতেন বর্তমান ও সাবেক এই দুই মুখ্যমন্ত্রী। একক সংখ্যাগরিষ্ঠতা পেলে মোদীই টানা দ্বিতীয়বারের মতো দিল্লির মসনদে বসবেন। ভারতের নির্বাচন পরবর্তী বুথফেরত এই জরিপগুলোকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। কারণ সাধারণত এই ফলাফলগুলোতে খুব বেশি হেরফের হতে দেখা যায় না। তবে মমতা বলেছেন, বুথফেরত জরিপ গুজবমাত্র, এতে কান দেবেন না। এনডিটিভি, ইয়ন।

বুথ ফেরত জরিপগুলোর গড় ফলে দেখা গেছে, বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ৫৪৩টি আসনের মধ্যে ৫৪৩টি আসন পাবে। আর এককভাবে ক্ষমতায় আসতে প্রয়োজন হয় ২৭৫টি আসনের। অপরপক্ষে কংগ্রেস পাবে ১২২টি আসন। এদিকে এসপি-বিএসপি মহাজোট এবং তৃণমূলসহ অন্যদলগুলো ১১৮টি আসন পাবে বলে তথ্য পাওয়া গেছে বুথ ফেরত জরিপে। জরিপ অনুযায়ী বিজেপি সবচেয়ে ভালো ফলাফল করেছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায়। ২০১৪ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে হতাশাজনক ফলাফল করেছিলো গেরুয়ারা। সেবার দলটি এই রাজ্যে পায় মাত্র ২টি আসন। কিন্তু বুথ ফেরত জরিপের ফল বলছে, এবার তারা ১৪টি আসনে বিজয়ী হবে। উড়িষ্যায় ক্ষমতাসীন বিজু জনকা দল-বিজেডির’র সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। ২১টি আসনের মধ্যে তারা পেতে পারে ১০টি আসন। এর আগের নির্বাচনে তারা পেয়েছিলো মাত্র একটি আসন। তবে কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশে দলটি সাফল্যখরায় ভুগতে পারে। ৮০ আসনের এই রাজ্যে ২০১৪ সালে ৭১টি আসন পেয়েছিলো বিজেপি। কিন্তু বুথ ফেরত জরিপের ফল সত্য হলে তারা এবার পাবে ৪৯টি। আর মায়াবতী-অখিলেশ যাদব জোট পাবে ২৯ আসন। ২০১৪ সালের চেয়ে ভালো ফল করবে না কংগ্রেস। ঐতিহ্যবাহী দলটি এবারও পাবে মাত্র ২টি আসন। ফল বলছে গত ডিসেম্বরে চমক দেখানো ৩ রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ আর ছত্তিসগড়েও অত্যন্ত বাজে ফল কংগ্রেসের। কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ পুরো হিন্দি বেল্টেই বিজেপির জয়জয়কার।

এই বিষয়ে বিজেপির সহ-সভাপতি বিনয় সহ¯্রবুদ্ধি এনডিটিভিকে বলেন, ‘আমার আশানুরুপ ফল মিলেছে বুথ ফেরত জরিপে। মহাজোট পরীক্ষা ব্যর্থ। এসপি-বিএসপি আমাদের ভোটার কেড়ে নিতে পারেনি। উত্তরপ্রদেশে প্রধান বিরোধীদলগুলোর দলাদলিতে আমরা লাভবান হয়েছি।’ এই বিষয়ে কংগ্রেস নেতা অশ্বিনী কুমার বলেন, ‘আমি আশা করছি বুথ ফেরত জরিপের ফলগুলো সত্যি হবে না। আমার দলের জন্যই এই আশা করছি।’
দেড় মাস ধরে ভারতে চলেছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। ২০১৪ সালে এনডিএ জোট পেয়েছিলো ২৮৮টি আসন। আর ইউপিএ পেয়েছিলো ১০২টি। এই জরিপ বলছে বিজেপির ফল আগের ফলকেও ছাড়িয়ে যাবে। সব মিলিয়ে এই নির্বাচনে ইউপিএ পেতে পারে ৩৩৬ আসন। অন্য রাজ্যগুলোর মধ্যে আমামে ১৪টির মধ্যে ৯টিই যেতে পারে বিজেপির পকেটে। বিশাল জয় আসবে বিহার, দিল্লি, গুজরাট, কর্ণাটক এবং মহারাষ্ট্রেও। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়