শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০১:৩৪ রাত
আপডেট : ২০ মে, ২০১৯, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরায় ব্যবসায়ীর চার আঙুল কেটে নেয়ার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ পাঁচজনের নামে মামলা

শেখ নাঈমা জাবীন : সাতক্ষীরায় ব্যবসায়ীর চারটি আঙুল কেটে নেয়ার ঘটনায় কলারোয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি সাগর হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ পাঁচজনের নামে মামলা হয়েছে। ডিবিসি নিউজ

এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগ কর্মী বাবু, মন্টু ও ইমামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

কলারোয়া থানা পুলিশ জানায়, জমি নিয়ে ছাত্রলীগের সাবেক নেতা, ব্যবসায়ী তুষার হোসেন এবং উপজেলা ছাত্রলীগ নেতা মন্টুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে নেতাকর্মীরা জমি দখল করে মন্টুকে বুঝিয়ে দেয়। এসময় তুষার বাধা দিলে প্রথমে তাকে পিটিয়ে আহত করে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে রামদা দিয়ে কোপ দিলে তুষারের ডান হাতের চারটি আঙুল কেটে পড়ে যায়।

সাতক্ষীরার কলারোয়ায় ব্যবসায়ী হাতের আঙুল কেটে নেয়ার অভিযোগে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদি হাসান নাইসের নেতৃত্বে নেতাকর্মীরা তুষারের জমি দখল করেন। এ সময় তুষার বাধা দিলে প্রথমে তাকে পিটিয়ে আহত করে করে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে রামদা দিয়ে তুষারের ডান হাতের চারটি আঙুল কেটে নেয় মেহেদি হাসান নাইস। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়