শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ১১:৪০ দুপুর
আপডেট : ১৯ মে, ২০১৯, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুনে বিদেশযাত্রা মালদহের আমের, খুশি কৃষক

মুসবা তিন্নি : জুনেই বিদেশে পাড়ি দেবে মালদহের আম। ভারতের ভোটের মরশুমেও তাই তৎপর উদ্যান পালন দপ্তর। এবার মালদহের আম যাবে ইংল্যান্ড, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইটালি এবং ফ্রান্সে। ইতিমধ্যেই, দিল্লি ও কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি রপ্তানিকারক সংস্থা মালদহ ও মুর্শিদাবাদের আম বিদেশে রপ্তানির উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন জেলা উদ্যান পালন দপ্তর। জানায়,“বিদেশে আম রপ্তানির ক্ষেত্রে তাদের সবরকম সাহায্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে করা হবে। এবার অনেক আগে থেকেই সরকার এই উদ্যোগ নিয়েছে। বেসরকারি রপ্তানিকারক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যেই একটি বৈঠক হয়েছে। আমের বিদেশযাত্রার বিষয়ে ব্যবসায়ীদের কাছ থেকে সবুজ সংকেত মিলেছে।”(সংবাদ প্রতিদিন)

জানা গিয়েছে, এই বছর মালদহের আমবাগান থেকে আম তোলা শুরু হতে আরও প্রায় কয়েক সপ্তাহ সময় লাগবে। সা¤প্রতিক কালবৈশাখী ও শিলাবৃষ্টির দাপটে মালদহের আমের কিছুটা ক্ষতি হলেও ফলন নিয়ে এখনও তেমন সংশয় নেই। জেলা উদ্যান পালন দপ্তর জানাচ্ছে, এই বছরটা আমের অন ইয়ার। অর্থাৎ ভাল ফলনের বছর। অন্তত সাড়ে তিন লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হতে পারে বলে মনে করছে মালদহের আম উন্নয়ন বিভাগ।

গত বছর মালদহ থেকে কিছু আম দুবাই ও সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। অতুলনীয় স্বাদ ও গন্ধের জন্য মালদহ ও মুর্শিদাবাদের আমের জগৎজোড়া খ্যাতি রয়েছে। সেই লক্ষ্যেই বিদেশের বাজারে আম রপ্তানির জন্য দপ্তরকে বারবার নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দুবাই, সিঙ্গাপুর, ইংল্যান্ড, ইটালি এবং ফ্রান্সে আম পাঠানোর জন্য জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে বলে জেলা উদ্যান পালন দপ্তর স‚ত্রে জানা গিয়েছে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়