শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ১০:১৫ দুপুর
আপডেট : ১৯ মে, ২০১৯, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজ্ঞাপন করে তোপের মুখে কোহলি

স্পোর্টস ডেস্ক: ভারতের জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষব পান্ট সম্প্রতি এক টেলিভিশন বিজ্ঞাপন করে তোপের মুখে পড়েছেন। বিজ্ঞাপনের মান খুব একটা জুতসই না হওয়াতে কোহলি-পান্টকে সমালোচনা করছেন সমর্থকেরা। এবার সেই দলে যুক্ত হলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্র্যাড হজ।

উপমহাদেশে ক্রিকেটের ব্যাপক জনপ্রিয়তার কথা মাথায় রেখেই ইদানিং টেলিভিশন বিজ্ঞাপতে আলাদা কদর ক্রিকেটারদের। এথেকে বাড়তি অর্থ রোজগারের আশায় খেলোয়াড়রাও ঝুঁকছেন ওদিকে। তবে সেটা কখনো কখনো হয়ে দাঁড়াচ্ছে সমালোচনা সৃষ্টির কারণ।

এই যেমন ছেলেদের ব্রণ নিরাময়ের জন্য এক ক্রিমের বিজ্ঞাপনে পান্টের সঙ্গে জুটি বেঁধেছেন কোহলি। অতীতে ছেলেদের ত্বক সুন্দর হওয়ার ক্রিমের বিজ্ঞাপনগুলিতে পরিচিত মুখ ছিলেন কোহলি। তবে এবার এই বিজ্ঞাপনের কারণেই সমর্থকদের রোষানলে পড়তে হচ্ছে তাকে।

কোহলি-পান্টের ব্রণ নিরাময়ের বিজ্ঞাপন দেখে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের সাবেক কোচ ব্র্যাড হজ নিজের টুইটার অ্যাকাউন্টে সমালোচনা করে লিখেছেন, ‘টাকা জন্য মানুষ কি-ই না করে!’

তবে কোহলি ভক্তরা অবশ্য হজের সমালোচনাকে একেবারেই ভালো চোখে দেখেনি। মুহূর্তেই ছড়িয়ে যাওয়া হজের টুইটের উত্তরে কোহলি অনুরাগীরা লেখেন, ‘ঠিকই, ম্যাচ জিততে কি-ই না করেন ক্রিকেটাররা!’

এছাড়া এই বিজ্ঞাপন নিয়ে কোহলিকে খোঁচে দিয়ে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড টুইটারে লিখেছিলেন, ‘আমি বিশ্বাস করি জস বাটলার ও বেন স্টোকস এই ব্র্যান্ডের দুর্দান্ত দূত হতে পারে। দয়া করে যোগাযোগ করুন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়