শিরোনাম

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ০৯:০২ সকাল
আপডেট : ১৯ মে, ২০১৯, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানের ন্যায্যমূল্যের দাবিতে সারাদেশে সপ্তাহব্যাপী কর্মসূচি

শিমুল মাহমুদঃ কৃষকের ধানের ন্যায্যমূল্যের দাবিতে সারাদেশে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী কৃষকদল। রোববার(১৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ কর্মসূচীর ঘোষণা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২১,২২,২৩,২৪,মে সারাদেশের সকল ইউনিয়ন হাটে,ঘাটে, মাঠে প্রতিবাদ সমাবেশ। ২৫ মে শনিবার সকল উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ এবং ২৬ মে রোববার সারা দেশের প্রত্যেকটি জেলায় জেলা প্রশাসক বরাবর কৃষকদের ধানের ন্যায্যমূল্য দাবিতে স্মারকলিপি প্রদান।

শামসুজ্জামান দুদু বলেন, গত এক শতাব্দীতে লক্ষ্য করবেন কৃষক তার উৎপাদিত ধানে আগুন দিয়েছে এরকম ঘটনা ঘটেনি। কিন্তু এই সরকারের আমলে ঘটেছে। আর সরকার নির্বিকার ভূমিকা পালন করছে। সরকারের এ শাসন আমলে এদেশের কৃষক-শ্রমিক-মেহনতী মানুষ ছাত্র যুব নারী কেউ নিরাপদ নয়,কারোর পক্ষেই স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব হচ্ছে না।
বিএনপি'র এই শীর্ষনেতা বলেন,কৃষি মন্ত্রীর বাড়ি টাঙ্গাইল সেই টাঙ্গাইলের কৃষকরা নিজের ধান ক্ষেতে আগুন দিয়েছে।কৃষিমন্ত্রী কিছু করেন নাই, প্রধানমন্ত্রী কিছুই করেন নাই। কারণ হলো এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না। এই সরকার অবৈধ সরকার বলেই জনগণের কাছে কৃষকদের কাছে কোন কৈফত তারা দিতে চায় না।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন,' আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। এই স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্রের সরকারকে বুঝিয়ে দিতে হবে বাংলাদেশের জন্ম মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে।

আয়োজক সংগঠনের যুগ্ম-আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মদ জসিমের সভাপতিত্বে এবং সদস্য এসকে সাদীর সঞ্চালনায় মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মেহেদী আহমেদ রুমী,জামাল উদ্দিন খান মিলন,সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী,মাইনুল ইসলাম,মিয়া মোহাম্মদ আনোয়ার খলিলুর রহমান ইব্রাহিম,কে এম রকিবুল ইসলাম রিপন,এম জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়