শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ০৮:৪৭ সকাল
আপডেট : ১৯ মে, ২০১৯, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আঙ্গুলের ছাপ দিয়ে ডিজিটাল ইফতার

মঈন মোশাররফ : জনপ্রিয় হয়ে উঠছে ডিজিটাল ইফতার ভেন্ডিং মেশিন ‘আমার ইফতার’। মেশিনে আঙ্গুলের ছাপ দিয়ে ছিন্নমূল শিশুদের মাঝে বিনামূল্যে এই খাবার পৌছে দিতে এই উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। আর এ কাজে সহযোগিতার পাশাপাশি ব্র্যান্ডিং এর কাজ করছে মোবাইল ফোন অপারেটর-রবি। ডিবিসি নিউজ

ইফতারের দুয়েক ঘন্টা আগে থেকেই মাঠে হাজির বস্তির শতশত সুবিধাবঞ্চিত শিশুরা। অপেক্ষার পালা শেষ। একটি পিকআপ ভ্যানে নিয়ে আসা হলো ইফতার। যে যার আগে পারছে সবাই ছুটছে লাইনে। এবার শুরু হলো বায়োমেট্রিক রেজিট্রেশন। অভিনব পদ্ধতিতে তৈরি ভেন্ডার মেশিনে আঙ্গুলের ছাপ দিলে সংক্রিয় ভাবে হাতে আসছে ইফতারের প্যাকেট। প্রতিটি মেশিনে থাকছে একশ জনের খাবার।

ইফতার হাতে পেয়ে পথশিশুদের চোখে- মুখে পরম তৃপ্তির হাসি। সেই সঙ্গে এই সুবিধাও দেয়া হচ্ছে সমাজের সুবিধা বঞ্চিত বয়ষ্ক ব্যক্তিদেরও। পথশিশুদের কাছে ইফতার পৌঁছে দিতে অভিনব এই উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। যার সহযোগিতার পাশাপাশি ব্র্যান্ডিং এর কাজ করছে মোবাইল ফোন অপারেটর রবি।

রিচার্জ বান্ডেল কেনার মাধ্যমে ‘আমার ইফতার’ উদ্যোগে অনুদানের সুযোগ পাবেন রবির গ্রাহকরাও। এর আওতায় বিদ্যানন্দ ফাউন্ডেশনকে প্রতি ৪৩ টাকা বান্ডেলে ২ টাকা এবং প্রতি ১১৮ টাকা বান্ডেলে ৪ টাকা প্রদান করবে রবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়