শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ০৮:২৪ সকাল
আপডেট : ১৯ মে, ২০১৯, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালদ্বীপের সঙ্গে শ্রমচুক্তি নবায়ন করবে বাংলাদেশ

হ্যাপি আক্তার : তিন বছর বিরতির পর বাংলাদেশী শ্রমিকদের অধিকার রক্ষা বিষয়ে বাংলাদেশ-মালদ্বীপ চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সাউথ এশিয়া মনিটর।

তবে সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম জানায় যে, চুক্তিটি নবায়নের সিদ্ধান্ত নেয়া হলেও এর শর্তাবলী ব্যাপকভাবে সংশোধন করা হবে।

সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের আমলে ২০১১ সালে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শ্রমশক্তি রফতানি বিষয়ে একটি চুক্তি সই হয়। তিন বছরের এই চুক্তির মেয়াদ ২০১৬ সালে শেষ হয়ে গেলেও তা নবায়ন করা হয়নি।

বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মালদ্বীপের সঙ্গে শ্রমিক সংগ্রহ চুক্তিটি নবায়নের আগে সংশোধন করা হবে যাতে মালদ্বীপে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত ও সংরক্ষিত থাকে।

দুই দেশের কর্মকর্তাদের মধ্যে এক বৈঠকে উল্লেখ করা হয়, যেসব রিক্রুটিং এজেন্সি মালদ্বীপে শ্রমিক পাঠায় তাদের অভ্যাসই হয়ে গেছে ভিজিট ভিসায় লোক পাঠানো। একসময় তারা অবৈধ হয়ে পড়ে। তখন তাদেরকে বৈধ অভিবাসনের সুযোগ দেয়া কষ্টকর হয়ে দাঁড়ায়।

এই অবস্থা নিরসনে মালদ্বীপে যাওয়ার আগে একটি শৃঙ্খলা ব্যবস্থার মধ্যে পুলিশ ক্লিয়ারেন্সের প্রস্তাব করা হয়। আরো বলা হয়, যেসব বাংলাদেশী শ্রমিক মালদ্বীপে যেতে ইচ্ছুক তাদেরকে মালদ্বীপে বর্তমান বাংলাদেশী শ্রমিকদের অবস্থা সম্পর্কে জেনে যেতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়