শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ০৮:০৬ সকাল
আপডেট : ১৯ মে, ২০১৯, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্য যুদ্ধ ও ইরান প্রসঙ্গে পম্পেও’কে বাড়াবাড়ি না করার পরামর্শ চীনা পররাষ্ট্রমন্ত্রীর

রাশিদ রিয়াজ : টেলিফোনে আলাপকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে এধরনের ‘বাড়াবাড়ি’ না করার পরামর্শ দিয়েছেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ চীন সফর শেষে তেহরানে ফিরে যান। এরপর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’কে টেলিফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তার আগে ভারত, রাশিয়া, জাপান ও চীন সফর করে গত শনিবার তেহরানে ফিরে যান জারিফ। প্রেসটিভি

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগ্যান ওরট্যাগাস এক বিবৃতিতে জানিয়েছেন, টেলিফোনালাপে ওয়াং ই পম্পেও’কে বলেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্র যেন ‘বেশিদূর’ অগ্রসর না হয়। এ সময় ইরান ও যুক্তরাষ্ট্র দু’দেশই ধৈর্য ও আত্মসংযম প্রদর্শন করবে বলে চীনা পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন। এর আগে একই অভিমত দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন এও বলেন, ইরান পারমানবিক সমঝোতা চুক্তি মেনে চলছে। এবং এ থেকে দেশটির বের হয়ে আসা ঠিক হবে না।

এদিকে টেলিফোনালাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী তার দেশের সঙ্গে বাণিজ্যিক মতবিরোধকে কেন্দ্র করেও ‘বাড়াবাড়ি’ না করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে তিনি ওয়াশিংটনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক আলোচনা আবার শুরু করারও আগ্রহ প্রকাশ করেছেন।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করলেও দু’দেশের শীর্ষ নেতারা যুদ্ধের আশঙ্কা নাকচ করে দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়