শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ০৭:২০ সকাল
আপডেট : ১৯ মে, ২০১৯, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘দ্য ডিরেক্টর’

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদে সিনেমা মুক্তির তালিকায় রয়েছে কামরুজ্জামান কামুর আলোচিত চলচ্চিত্র ‘দ্য ডিরেক্টর’। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়য় করেছেন মোশাররফ করিম, মারজুক রাসেল ও পপি। সিনেমা মুক্তি মানেই বড়পর্দা। তবে এই সিনেমাটি কোনো হলে মুক্তি পাবে না। ইউটিউবে মুক্তি দেওয়া হবে ‘দি ডিরেক্টর’।

ছবির কাহিনী গড়ে উঠেছে গ্রাম থেকে আসা এক যুবককে নিয়ে। চলচ্চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন তার চোখে। এ স্বপ্ন পূরণের পথে আসে নানা ঘাত-প্রতিঘাত।

২০১৫ সালে এই সিনেমাটি সেন্সর পেলেও হল জটিলতার কারণে ইউটিউবে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান পরিচালক কামরুজ্জামান কামু। তিনি বলেন, ‘সিনেমাটি কেন হল মালিকরা নিতে চাইছেন না আমি জানি না। কয়েক লাখ টাকা খরচ করতে হয় সিনেমা হলে মুক্তি দিতে গেলে। আবার সিনেমা হলের যে পরিবেশ তাতে সিনেমার পোস্টারে যে টাকা খরচ হয়, সেই টাকাই উঠে আসে না। এমনিতেই আমি চলচ্চিত্রটি নির্মাণ করে নিঃস্ব হয়ে গেছি। অনেকবছর এটি নিয়ে অপেক্ষা করেছি। এখন মনে হলো মুক্তি দেওয়া প্রয়োজন। তাই ইউটিউবে মুক্তি দিচ্ছি।’

২০১২ সালে সেন্সর বোর্ডে ছবিটি জমা দেওয়া হলেও বোর্ড সেন্সর প্রদান করতে চায়নি। পরে সাংস্কৃতিক কর্মীরা ছবির মুক্তির জন্য পথেও নামেন। অবশেষে ২০১৫ সালের ৮ জানুয়ারি সেন্সর ছাড়পত্র পায় `দ্য ডিরেক্টর`। ২০ সেকেন্ডের একটি ফুটেজ বাদ দিয়ে সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছে এই ছবিটিকে।

সিনেমাতে আরো অভিনয় করেন মারজুক রাসেল, নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, মোশাররফ করিম, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ। কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়