শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ০৬:৪৮ সকাল
আপডেট : ১৯ মে, ২০১৯, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের সব ‘প্রথমে’র সঙ্গী ছিলেন নান্নু

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ জিতে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের শিরোপার স্বাদ পায় বাংলাদেশ। এই সিরিজে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে থাকেন টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এই শিরোপার সাথেই সাক্ষী হয়ে গেলেন বাংলাদেশের হয়ে প্রথম ওয়ানডে ম্যাচ, প্রথম ওয়ানডে জয়, বিশ্বকাপের প্রথম জয়, প্রথম ম্যান অব দ্য ম্যাচের।

১৯৮৬ সালের ৩১ মে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে ইমরান খানের পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন যে ১১ জন, সে দলে ছিলেন নান্নু। বলার অপেক্ষা রাখে না ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের অন্যতম স্বার্থক রূপকারও তিনি।

এরপর ১৯৯৮ সালের ১৭ মে ভারতের হায়দরাবাদে কেনিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের ম্যাচেও ছিলেন ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান নান্নু। সে ম্যাচে তার ব্যাট থেকে আসে জোড়া চারের মারে ১৪ রানের ইনিংস।

১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপ দলে শুরুতে জায়গা না পেলেও, সংবাদ মাধ্যমে লেখালেখি ও বোর্ডের অভ্যন্তরে রীতিমতো শীর্ষকর্তাদের হস্তক্ষেপে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হন নান্নু। তবে সে বিশ্বকাপে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে যে ১১ জন বাংলাদেশি ক্রিকেটার নেমেছিলেন প্রথম ম্যাচে, সে একাদশে ছিলেন না দেশের ওয়ানডে ক্রিকেটের প্রায় সব প্রথমের সঙ্গী নান্নু।

তবে পরে বিশ্বকাপের মাঠে নিজের মেধা-প্রজ্ঞার সাক্ষর রাখেন নান্নু। স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়ের নায়কও নান্নু। ছয় নম্বরে নেমে ৬ চারের মারে খেলেন ৬৮ রানের অপরাজিত ইনিংস। তার এ ব্যাটিংয়েই বিশ্বকাপের প্রথম জয়টি পায় বাংলাদেশ। আর এবার দেশের প্রথম শিরোপা জয়ের মিশনেও দলের সঙ্গেই ছিলেন এ দেশবরেণ্য ক্রিকেট ব্যক্তিত্ব। তবে দলের সাথে প্লেয়ার হিসেবে না থাকলেও ছিলেন টাইহারদের ম্যানেজার হয়ে সাতে স্বাক্ষী হয়ে গেলেন বাংলাদেশ দলের ওয়ানডে ক্রিকেটের সব প্রথমের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়