শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ০৬:০৬ সকাল
আপডেট : ১৯ মে, ২০১৯, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লা লিগার ধারাভাষ্য দিলেন বাংলাদেশের জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক: গতকাল শনিবার রাতে স্প্যানিশ লা লিগার রিয়াল ভায়াদোলিদ ও ভ্যালেন্সিয়ার মধ্যকার ম্যাচে স্টুডিওতে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভ‚ঁইয়া।

টেলিভিশন চ্যানেল বিইন স্পোর্টসের আমন্ত্রণে ১৭ মে দুবাই পৌঁছান জামাল। শুধু ধারাভাষ্য নয়, ম্যাচ বিশ্লেষণও করেছেন তিনি। ম্যাচের শুরুর আগে, বিরতিতে এবং ম্যাচ শেষে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করেছেন তিনি।

বাংলাদেশি বংশোদ্ভুত ডেনমার্কপ্রবাসী জামালের ফুটবল মাঠের পারফরম্যান্স নিয়ে কোনো সন্দেহ নেই। দক্ষিণ এশিয়ার সেরা হোল্ডিং মিডফিল্ডারের নাম আসলে তার নামটিই উঠে আসে সবার আগে।

খেলার মাঠে বড় বড় কত শত চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন তিনি। তবে মাইক্রোফোন হাতে এটিই ছিল তার প্রথম পরীক্ষা। তাও কিনা আবার ফুটবলের সব থেকে বড় মঞ্চের একটি লা লিগাতেই। আর সেই মঞ্চে বেশ ভাল পারফরম্যান্সই দেখিয়েছেন টাইগার দলপতি।

দেশের ফুটবলের সোনালী দিন ফিরিয়ে আনার জন্য ফুটবলাররা কাজ করছেন নিরলস। আর লাল সবুজের জার্সি গায়ে চড়ানো জামাল ভ‚ঁইয়া দেশের গন্ডি পেরিয়ে প্রতিনিধিত্ব করছেন এখন বিশ্বজুড়ে।

স্প্যানিশ লা লিগায় ধারাভাষ্য দেওয়ার গুঞ্জন ওঠেছিল বেশ কিছুদিন ধরেই। আর তা যে সত্যি তা নিশ্চিত করেছিলেন জামাল নিজেই। ফেইসবুকে এক ভিডিও বার্তায় দেশের ফুটবল সমর্থকদের জানিয়েছিলেন তিনি যাচ্ছেন স্পেনের লা লিগার ধারাবিবরণীতে।

দর্শকরা জানতে চান যদি কখনো সুযোগ হয় বার্সা কিংবা রিয়ালে খেলার। তাহলে কোন দলকে বেছে নিবেন তিনি? জবাবে জানান, ‘আমি রিয়ালকে বেছে নেব কারণ তারাই সব থেকে বড় দল।’ দেশের ফুটবলকে তিনি এগিয়ে নিয়ে যেতে চান অনেক দূর। ভাল খেলতে চান দেশ এবং ক্লাবের হয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়