শিরোনাম
◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ০৩:১৯ রাত
আপডেট : ১৯ মে, ২০১৯, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২১ সালের মধ্যে ২৪ ঘণ্টা পানি সরবরাহ করবে ওয়াসা

নিউজ ডেস্ক : পানি নিয়ে নগরবাসীর ভোগান্তি নতুন কিছু নয়। রমজান এলে এ সমস্যা আরও প্রকট হয়। ওয়াসা বলছে, তাদের নামে যত অভিযোগই থাকুক, ২০২১ সালের মধ্যে নগরবাসীর জন্য ২৪ ঘণ্টা পানি সরবরাহ নিশ্চিত করবে তারা। এজন্য ভূ-উপরস্থ পানির শতভাগ ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা।

রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসার পানি নিয়ে নানারকম অভিযোগ নিত্যদিনের। ওয়াসার দেয়া তথ্য অনুযায়ী, রাজধানীতে দৈনিক আড়াইশ’ কোটি লিটার পানির চাহিদা থাকলেও ওয়াসা উৎপাদন করে ২৫৫ কোটি লিটার।

সায়েদাবাদ-১, সায়েদাবাদ-২, সায়েদাবাদ-৩ এবং চাঁদনীঘাট পানি শোধনাগার প্রকল্প ও ৭শ’৩০টি গভীর নলকূপ থেকে পানি সরবরাহ করা হয়। তবে চাহিদার চেয়ে উৎপাদন বেশি হওয়ার পরও সব এলাকায় ওয়াসা পানি সরবরাহ করতে পারছে না বলে জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।

রাজধানীতে ওয়াসা যে পানি সরবরাহ করে তার ৭৮ শতাংশই ভূগর্ভস্থ পানি, বাকি মাত্র ২২ শতাংশ ভূ-উপরিস্থ। শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক এলাকায় পানির সরবরাহ বিঘ্নিত হয়। রাজধানীর পানির সমস্যা সমাধানে ভূ-উপরিস্থ পানির শতভাগ ব্যবহার নিশ্চিত করাকেই একমাত্র সমাধান মনে করে ওয়াসা।

যেসব এলাকার পানিতে দুর্গন্ধ রয়েছে সেসব এলাকায় নতুন পাইপ বসানো হবে বলেও জানানো হয়েছে ওয়াসার পক্ষ থেকে। এনটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়