শিরোনাম

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ১০:২৯ দুপুর
আপডেট : ১৯ মে, ২০১৯, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালুকায় জমি কিনতে সাবধান

সালেহ্ বিপ্লব : ময়মনসিংহের ভালুকা দেশের প্রথম মডেল থানা। সমৃদ্ধ উপজেলা, টাকার প্রবাহ বেশ, এখানকার জমি খুব দামি। তাই জালিয়াতচক্র একটু বেশিই যেনো সক্রিয় এখানে। ফেসবুকে দেখা গেলো উপজেলা ভূমি অফিসের সাবধানবাণী। ‘প্রতারক থেকে সাবধান। দখল, দাখিলা, দলিল দেখে এবং খতিয়ান, দাখিলা, দলিল জাল নয় সেটি নিশ্চিত হয়ে জমি কিনুন।’

এই ফেসবুক পোস্টে ভালুকা উপজেলা ভূমি অফিস জানিয়েছে, সম্প্রতি উপজেলার পশ্চিম বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা। একটি কম্পিউটারের দোকানে অভিযান চালালে জাল খতিয়ান ও জাল দাখিলার সন্ধান পাওয়া যায়। কীভাবে জাল খতিয়ান এবং জাল দাখিলা তৈরি করা হয়, তার কিছু ছবি রয়েছে সতর্কতার বার্তার সাথে।

ভূমি অফিসের পরামর্শ, ‘ জমি কেনার পূর্বে উপজেলা ভূমি অফিসে/ইউনিয়ন ভূমি অফিসে এসে যাচাই করে নিন পূর্বেকার খারিজ সঠিক আছে কিনা? খতিয়ান সঠিক আছে কিনা? দাখিলা সঠিক আছে কিনা?’

  • সর্বশেষ
  • জনপ্রিয়