শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ০৬:১২ সকাল
আপডেট : ১৯ মে, ২০১৯, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কি ভোট দেবেন?

শেখ নাঈমা জাবীন : প্রকাশ্যে শেষবার পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখা গিয়েছে ব্রিগেডের ময়দানে। সেটাও আংশিক বলা চলে। দীর্ঘদিন পর দলের ব্রিগেড সমাবেশে সামিল হতে চেয়ে তিনি বুঝিয়ে দিয়েছিল সক্রিয়ভাবে না থাকলেও এখনও হেরে যাননি। লড়াই চালাতে প্রস্তুত। সেদিন ব্রিগেডের মাঠে এলেও গাড়ি থেকে নামেননি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কয়েক মিনিট গাড়িতে কাটিয়ে ব্রিগেড থেকে ফিরে গিয়েছিলেন নিজ বাসভবনে। আজকাল

রোববার সপ্তম দফার ভোট পশ্চিমবঙ্গে। এই শেষ দিনেই ভোট দেওয়ার কথা বুদ্ধবাবুরও। কিন্তু তিনি কি ভোট দেবেন? এই প্রশ্নের উত্তর একমাত্র তিনিই দিতে পারেন।

যদিও সকলেই জানেন ভীষণ ভাবে অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। চোখে ভাল দেখতে পান না। সূর্যের আলোতে বেশিক্ষণ তাকাতে পারেন না। তার উপর রয়েছে শ্বাসকষ্ট। অক্সিজেন ছাড়া বেশিক্ষণ থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। সেকারণেই ব্রিডেগের মঞ্চে উঠতে পারেননি তিনি। একথা জানিয়েছিলেন সীতারাম ইয়েচুরি। দিন দুয়েক আগে একটি বেসরকারি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইয়েচুরি বলেছিলেন, আমরা ভীষণ ভাবে বুদ্ধবাবুর অভাব বোধ করি। বিশেষ করে বামফ্রন্টের এই অসময়ে তাঁর ভীষণ দরকার ছিল। কিন্তু এতোটাই অসুস্থ তিনি যে সক্রিয়ভাবে দলের কাজ করা তাঁর পক্ষে সম্ভব নয়। এবার তাঁর কেন্দ্রের প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়। প্রচারের সময় পাম অ্যাভিনিউয়ে বুদ্ধবাবুর বাড়িতেও গিয়েছিলেন তিনি। দলের প্রার্থীর সঙ্গেও বেশিক্ষণ কথা বলতে পারেননি বুদ্ধবাবু। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়