শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ০৪:৪৭ সকাল
আপডেট : ১৯ মে, ২০১৯, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে নির্বাচনে দায়িত্ব পালনের সময়ে নিহত ও আহতদের পরিবারে  আর্থিক অনুদান প্রদান

মনজুর এ অনিক : নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, জাতীয় ও উপজেলা পর্যায়ে নির্বাচনে নারায়ণগঞ্জে যে ঘটনা ঘটেছে সেটা প্রকৃতিক দুর্যোগের ঘূর্ণিঝড় হওয়ায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। গাফিলতির কারণে জেলা নির্বাচন অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। সদর উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে তিনি বলেন, উচ্চ আদালতে স্থগিতাদেশ আছে। স্থাগিতাদেশ থাকায় নির্বাচন করা সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি। সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ ও ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করতে গিয়ে নিহতের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের হাতে সহায়তার অনুদান তুলে দেন নির্বাচন কমিশন সচিব।

জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৬২) নারায়ণগঞ্জ অধিনায়ক লে. কর্ণেল আল আমিন, র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল কাজী শামশের উদ্দিন প্রমুখ।

এতে নির্বাচনী দায়িত্ব পালনের সময়ে নিহত ৪ জনকে ১০ লাখ করে, গুরুতর আহত ৪ জনকে ১ লাখ করে ও আহত দুইজনকে ৩০ হাজার করে টাকার চেক প্রদান করা হয়। এসময় নিহতের পরিবারের যেকোন সমস্যায় সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়