শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ০৪:৪৫ সকাল
আপডেট : ১৯ মে, ২০১৯, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও জার্মান লিগের শিরোপা জিতলো বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক : এই বায়ার্ন মিউনিখ যে এ মৌসুমেও জার্মান সেরা হবে সেটা কে ভেবেছিল? যেখানে শুরুর ম্যাচগুলোতে বারবার হোঁচট খেয়ে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ছিল। সেই বায়ার্ন মিউনিখ জার্মান লিগের শিরোপা জয় করেই মৌসুম শেষ করলো। লিগের শেষ রাউন্ডে শিরোপা লড়াইয়ে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে হারিয়ে ২৯বারের মতো বুন্দেসলিগার শিরোপা জিতলো দলটি।

আলিয়াঞ্জ অ্যারেনার মাঠে চ্যাম্পিয়নদের পক্ষে একবার করে বল জালে পাঠান কিংসলে কোমান, ডাভিদ আলাবা, রেনাতো সানচেস, ফ্রাঙ্ক রিবেরি ও আরিয়েন রোবেন। একই সময়ে শুরু হওয়া লিগের আরেক ম্যাচে বরুসিয়া মনশেনগ্লাডবাখকে ২-০ গোলে হারিয়ে বরুসিয়া ডর্টমুন্ড হয়েছে রানার্সআপ।

শিরোপার হাতছানিতে মাঠে নামা বায়ার্ন চতুর্থ মিনিটেই এগিয়ে যায়। টমাস মুলারের পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি মিডফিল্ডার কোমান। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ফরাসি ফরোয়ার্ড সেবাস্তিয়াঁ আলেয়ার কাছ থেকে করা গোরে সমতায় ফেরে অতিথিরা। তাদের সে স্বস্তি অবশ্য স্থায়ী হয়নি।

তিন মিনিট পরেই আলাবার গোলে আবারও এগিয়ে যায় বায়ার্ন। মুলারের জোরালো শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল ফাঁকায় পেয়ে জালে ঠেলে দেন অস্ট্রিয়ান মিডফিল্ডার আলাবা। আর ৫৮ মিনিটে ডান পায়ের শটে ব্যবধান বাড়ান পর্তুগিজ মিডফিল্ডার সানচেস।

৭২ মিনিটে রিবেরির গোলে জয় নিশ্চিত হয়ে যায় বায়ার্নের। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে দুজনের মধ্যে দিয়ে দারুণ ক্ষিপ্রতায় এগিয়ে গিয়ে বল জালে পাঠান ১০ মিনিট আগে বদলি নামা ফরাসি এই উইঙ্গার।

রিবেরির মতো মৌসুম শেষে বায়ার্ন ছাড়তে যাওয়া আরেক ফরোয়ার্ড রবেন ৭৮ মিনিটে গোল উৎসবে যোগ দেন। ৩৪ ম্যাচে ২৪ জয় ও ছয় ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়