শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ০৩:৩১ রাত
আপডেট : ১৯ মে, ২০১৯, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জের! কলকাতায় বিক্রি বাড়লো বর্ণপরিচয়ের

শেখ নাঈমা জাবীন : বাঙালির বিদ্যাসাগর চর্চা বিগত কয়েক দিনে এমনভাবে বেড়ে গিয়েছে, যা রীতিমতো চোখে পড়ার মতো। কলকাতার কলেজ স্ট্রিট চত্বরে চোখ-কান খুলে ঢুঁ মারলেই মিলবে তার প্রমাণ। থরে থরে সাজানো বই৷ তার মাঝখান থেকেই এতদিন উঁকি মারত ‘বর্ণপরিচয়’। তবে, গত দু’দিনে ক্রেতাদের চাহিদায় ধুলো ঝেড়ে একদম তাকের সামনের দিকে স্থান পেয়েছে ‘বর্ণপরিচয়’, বলছেন কলেজ স্ট্রিটের দোকানদাররাই। বিক্রিও চোখে পড়ার মতোই। সংবাদ প্রতিদিন

শৈশবে ‘বর্ণপরিচয়’ দিয়েই হাতেখড়ি হয়েছিলো। অক্ষর জ্ঞানের প্রথম ধাপে এই বইটি পড়েছেন সকলেই৷ তবে, বর্তমানে ঝরঝরে ইংরেজি বলা এবং শিক্ষার দৌলতে কোথাও গিয়ে যেন স্কুলব্যাগে কমে গিয়েছে বইটির আনাগোনা। কিন্তু গত মঙ্গলবার কোলকাতায় মূর্তি ভাঙচুরের ঘটনার পর থেকে বিদ্যাসাগর এবং বর্ণপরিচয় এখন বড়ই প্রাসঙ্গিক। এই পরিস্থিতিতে বহু ক্রেতাই ভিড় জমিয়েছেন কলেজ স্ট্রিটে। এখন অনেকেই কচিকাঁচা নিয়ে এসে দোকানে জিজ্ঞেস করছেন, ‘দাদা ‘বর্ণপরিচয়’ হবে?’ বাঙালি-অবাঙালি নির্বিশেষে ‘বর্ণপরিচয়’ এখন চর্চার বিষয় হয়ে উঠেছে। বিক্রেতারা বলছেন, ‘যে বই বিক্রি হত না সেভাবে, সেই বর্ণপরিচয়ই নাকি এক্কেবার চার-চারখানা কিনে নিয়েছেন অনেকই৷’

কোলকাতার শ্যামাচরণ স্ট্রিটের দেব লাইব্রেরির ইনচার্জ সুকুমার মল্লিক জানিয়েছেন, আমাদের দোকানে গত কয়েকদিনে অনেকেই ‘বর্ণপরিচয়’ নিতে এসেছেন। তবে, মূর্তি ভাঙার জন্য হচ্ছে কি না, জানা নেই। বিদ্যাসাগর কোথাও গিয়ে নতুন করে বড় প্রাসঙ্গিক উঠেছেন। বিগত কয়েকদিনে গুগল সার্চ ইঞ্জিনেও বিদ্যাসাগরের খোঁজের ধুম দেখলে চক্ষু চড়ক গাছ হতে পারে আপনারও। উল্লেখ্য, গুগলে গিয়ে ঠরফুধংধমধৎ লিখে সার্চ করুন একবার। লক্ষ্য করবেন, বেশিরভাগ ভিডিও-ই ১৪ মে’র পরের। বর্তমানে রাজনীতির ইসস্যু হয়ে দাঁড়িয়েছেন বিদ্যাসাগর। শেষ দফা লোকসভা ভোটের আগে তিনিই হয়ে দাঁড়িছেন শাসক থেকে বিরোধী সকলের আলোচনার বিষয়। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়