শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ০৩:১৭ রাত
আপডেট : ১৯ মে, ২০১৯, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা তিন ম্যাচে ৩শ’ পেরোনো ইনিংস দু’দলের, যা আগে কখনোই ঘটেনি

আক্তারুজ্জামান : বিশ্বকাপের আগে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে অবস্থান করছে পাকিস্তান। ঘরের মাঠে বিশ্বকাপের আগে পাকিস্তানের বিরুদ্ধে খেলে নিজেদের ঝালাইটা বেশ ভালোমতোই সারছে ইংলিশরা। দু’দলের ঝালিয়ে নেয়া এই সিরিজিটাই ইতিহাস তৈরি হতে চলেছে। কেননা রানের বন্যা বয়ে যাচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান ওয়ানডে সিরিজে। টানা তিন ম্যাচে দুই দলেরই স্কোর পেরিয়েছে তিনশ।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের ৩৭৩ রানের জবাবে পাকিস্তান হেরে যায় মাত্র ১২ রানে। পরের দুই ম্যাচেই ইংল্যান্ড জিতেছে তিনশ’র বেশি রান তাড়া করে। তৃতীয় ম্যাচে পাকিস্তানের ৩৫৮ রানের জবাবে ৬ উইকেটে, চতুর্থ ম্যাচে পাকিস্তানের ৩৪০ রানের জবাবে ৩ উইকেটে জিতে ইংল্যান্ড নিশ্চিত করেছে সিরিজও।

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজে ৩৪০ বা এর বেশি রানের স্কোর হয়েছে ৬টি- যা কোনো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে সর্বোচ্চ। ২০১৩ সালে ভারত-অস্ট্রেলিয়া সাত ম্যাচের সিরিজে ও ২০১৫ সালে ইংল্যান্ড-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজে এমন স্কোর ছিল ৫টি।

৬টি ৩৪০ বা এর বেশি রানের স্কোর কোনো সিরিজ কিংবা টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ। ২০১৫ বিশ্বকাপে এমন স্কোর হয়েছিল ৯টি, ২০০৭ বিশ্বকাপে ৮টি।

পাকিস্তান প্রথম দল হিসেবে ওয়ানডেতে টানা তিন ম্যাচে ৩৪০ বা এর বেশি রান করার কীর্তি গড়ল। শুক্রবার চার ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দল হিসেবে পাকিস্তানের কীর্তি স্পর্শ করে ইংল্যান্ড। ৩৪০ বা এর বেশি রান করে টানা তিন ম্যাচ হারা প্রথম দলও পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়