শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ০১:১৫ রাত
আপডেট : ১৯ মে, ২০১৯, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার মাশরাফির হাত ধরে আসুক বিশ্বকাপটাও!

এল আর বাদল : গত ছয়টি সিরিজের ফাইনাল খেলেও বাংলাদেশের ভাগ্যে জুটেনি শিরোপা জয়ের কৃতিত্ব। এবার সেই খরা ঘুচলো মাশরাফির নেতৃত্বেই। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাটে আর বলে সবাই যেনো সেরাটা উজার করে খেলে দেশের ক্রিকেটীয় ইতিহাসে প্রথমবার সিরিজ জয় করলো টাইগাররা।

বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের ফাইনাল জিতে দারুণ উচ্ছ¡সিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ট্রফি হাতে তিনি মাঠ প্রদক্ষিণ করলেন আর ঠোঁটের কোনে আনন্দের হাসি। ছবিটি মাশরাফির অভিব্যক্তির প্রকাশ ঘটে। বুঝতে ছবির ক্যাপশনের প্রয়োজন হয় না। বাইশ বছর অপেক্ষার পর প্রথমবার সিরিজ জয়ে দেশবাসীও আনন্দে উদ্বেলিত। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, মাশরাফির হাত ধরে এলো সিরিজের প্রথম শিরোপা। এবার আসুক বিশ্বকাপটাও।

তবে শিরোপা জয়ের কৃতিত্ব কিন্তু মাশরাফি নিজে নিলেন না। দিলেন দলের সব সদস্যকে। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ জয় পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে মনে করেন নড়াইল এক্সপ্রেস খ্যাত এই তারকা ক্রিকেটার।
গত শুক্রবার ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণীর পর ট্রফি হাতে টাইগার অধিনায়কের উচ্ছ¡াসে ভরা এক আনন্দময় হাসির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। লাইক আর কমেন্টের বন্যায় ফেসবুকে ভাসছে ছবিটি। এটি শেয়ার করেছেন অগনিত মাশরাফি ভক্ত।

সিয়াম নামের এক ভক্ত লিখেছেন, এই হাসির মূল্য কোটি টাকা। অন্য আরেকজন লিখেছেন, এই হাসি মাশরাফির প্রাপ্য।
ফাহিম নামের একজন লিখেছেন, নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার আপনি। আপনার হাত ধরে এলো সিরিজের প্রথম শিরোপা। এবার আসুক বিশ্বকাপটাও। মুক্তাদিম নামে এক ভক্ত লিখেছেন, দয়া করে এখনই অবসর নিবেন না। আপনি চলে গেলে সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারবে না। সেট ব্যাটসম্যানকে কে সাজঘরে ফেরাবে?

আসিফ ইকবাল লিখেছেন, ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত মাশরাফির মুখে এমন হাসি বার বার দেখতে চাই। বোলিংয়ে এমন আগুন দেখতে চাই। অনেক অনেক ভালবাসা মাশরাফির জন্য। অন্য আরেক ভক্ত লিখেছেন, বিশ্বকাপের জন্য অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। অনেক কঠিন দলকে মোকাবিলা করতে হবে। মাশরাফির অধিনায়কত্বে বাংলাদেশ এভাবেই সফল হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়