শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৮ মে, ২০১৯, ০৯:৩৫ সকাল
আপডেট : ১৮ মে, ২০১৯, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীর সমান অধিকার প্রচলিত আইনে বাস্তবায়ন সম্ভব নয়, প্রয়োজন সংশোধন, বললেন ব্যারিস্টার সারা

মঈন মোশাররফ : ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন শনিবার ডয়চে ভেলেকে বলেন, সমানাধিকার পাওয়া, উত্তরাধিকারের ক্ষেত্রে প্রচলিত আইনে কোনো কোনো ক্ষেত্রে সমস্যাজনক। কারণ, কোনো কোনো আইনে এই অধিকারের ব্যবস্থাটা নেই। সেটা করতে হলে আইন সংশোধন করতে হবে।

তিনি বলেন, আইন সংশোধন তো হতে পারে, সাংসদদে এমপিদের হাতে। দায়িত্ব, অধিকার অথবা সুযোগ তাদের। সেই রকম কোনো উদ্যোগ আমরা এমপিদের কাছ থেকে দেখছি না। আমাদের ব্যক্তিগত সম্পত্তির বিষয়টি বিভিন্ন আইনে বিভিন্নভাবে বলা আছে। যা বলা আছে, নারীরা অধিকাংশ ক্ষেত্রে তাদের যে প্রাপ্য, সেটাই পাচ্ছেন না। এখন আশা করা যাচ্ছে, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের ভিত্তিতে এমপিরা, বা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন, তাদের উচিত সমান অধিকারের ব্যাপারটি দেখা । যেমন আমাদের নারী ও শিশু মন্ত্রণালয় বলেন বা আইন মন্ত্রণালয় বলেন, তারা এ বিষয়ে উদ্যোগ নিতে পারেন।

তিনি জানান, আমাদের একটি প্রতিষ্ঠানই আছে, তার কাজই হচ্ছে পুরনো আইনগুলো সংবিধানের আলোকে পর্যালোচনা করা। আমাদের ল’ কমিশন। তারা এই বিষয়গুলো দেখতে পারেন। এই রকম নানান উদ্যোগ নেয়ার সময় ও সুযোগ আসছে বলা যেতে পারে। সেটা সম্ভব এইভাবে যে, আজকাল অনেকে করছেন এমন, আরো অনেককে উদ্বুদ্ধ করা যায়, যারা তাদের সম্পত্তি সমানভাবে তাদের ছেলে-মেয়েদের মধ্যে ভাগ করে দেন। সেক্ষেত্রে বেঁচে থাকতে পিতা-মাতা যদি তাদের সম্পত্তি হেবা করে দেন, তাদের সন্তানদের কাছে, সেখানে তারা সমান ভাগ দিয়ে হেবাটা করতে পারেন। সেভাবে এক অর্থে অসম যে ব্যবস্থা আছে, সেটা সমাধান করা সম্ভব।
সম্পাদনায় : এইচ এম জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়