শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৮ মে, ২০১৯, ০৮:০৪ সকাল
আপডেট : ১৮ মে, ২০১৯, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোড়াতালি দিয়ে চলছে রেলওয়ে পূর্বাঞ্চলের ঈদযাত্রার প্রস্তুতি

নুর নাহার : অর্ধেকের কম জনবল পর্যাপ্ত বাজেট ছাড়াই জোড়াতালি দিয়ে চলছে অসন্ন ঈদে রেল যাত্রার প্রস্তুতি। এবার ঈদে প্রতিদিন রেলওয়ে পূর্বাঞ্চলে কমপক্ষে ৮০০ বগির চাহিদা রয়েছে। ৭৩০টি বগি প্রস্তুত থাকলেও ঈদের আগেই চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কসপ থেকে মেরামত করে অন্তত ৬০ বগির যোগান দিতে হবে। সময় টিভি

রেলওয়ে পূর্বাঞ্চলে আড়াই শতাধিক যাত্রীবাহি ট্রেনে প্রতিদিন ৭২০ থেকে ৭৩০টি বগি বা কোচের চাহিদা থাকে। এর মধ্যে পাওয়া যায় ৭‘শ বগি। কিন্তু ঈদ যাত্রায় একাধিক বিশেষ ট্রেনের পাশাপাশি যাত্রী চাহিদার কারণে প্রতিটি ট্রেনে অতিরিক্ত ২ থেকে ৪টি বগি সংযোজন করতে হয়।

পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, যদি যাত্রীর চাপ বেশি থাকে তাহলে বরাবরের মতো এবারো অতিরিক্ত কোচের চাহিদা দিয়েছি। সর্ব মোট ৮‘শ এর মতো কোচ চলবে।
পাহাড়তলীর কারখানায় প্রতিমাসে বগি মেরামত করা হয় ১০-৩০টি। তবে ঈদের আগে মেরামত করতে হচ্ছে ৬০টির বেশি বগি।

চট্টগ্রামের রেলওয়ে পাহাড়তলীর ওয়ার্কসপের ব্যবস্থাপক (নির্মাণ) সাইফুল ইসলাম বলেন, ২৬ রমজানের মধ্যেই আমরা ৭০টি গাড়ি সম্পন্ন করে জনসাধারণের বিবেচনার জন্য বের করে দিবো।

কারখানাটিতে ২ হাজার ২‘শ জনবলের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন ১ হাজার ৫০ জন শ্রমিক। ক্ষতিগ্রস্ত বগিগুলো দ্রুত মেরামতের জন্য ৪০ কোটি টাকার বাজেট দেয়া হলেও অনুমোদন হয়েছে ৩০ কোটি টাকা।

রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কসপের বিভাগীয় তত্ত্বাবধায়ক এফ এম মহিউদ্দিন বলেন, জনবল একটি বিরাট সমস্যা। আমাদের ৫০ শতাংশ দক্ষ জনবল নেই। আমরা অস্থায়ী জনবলের দ্বারা কাজ করছি তার জন্য কিছু বাজেট দরকার।
২৬ রমজানের আগেই পাহাড়তলী ওয়ার্কসপ থেকে ৭৯০টি বগির যোগান নিশ্চয়তা দেয়া হলেও বাকি ১০টি বগি অন্যন্য স্থান থেকে সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়