শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১৮ মে, ২০১৯, ০৭:২৪ সকাল
আপডেট : ১৮ মে, ২০১৯, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্থিক সঙ্কটের কারণে অলিম্পিকে খেলতে পারছে না পাকিস্তান হকি দল

এল আর বাদল : ঘোর সঙ্কটে পাকিস্তানের জাতীয় খেলা হকি। অবস্থা এতটাই খারাপ যে আসন্ন টোকিও অলিম্পিকে পাকিস্তান হকি দলের অংশগ্রহণ করার সম্ভাবনা নেই বললেই চলে। একটা সময় ছিল যখন হকি বিশ্বকাপে ফেভারিট তকমা নিয়ে নামত পাকিস্তান। পাক হকি দলের প্রদর্শন থাকত দেখার মতো। কিন্তু সেসব এখন অতীত। চরম আর্থিক সঙ্কটে ভুগতে থাকা পাকিস্তান হকির দুর্দশা কিছুতেই ঘুঁচছে না।

আর্থিক সঙ্কটের কারণে গত বিশ্বকাপে পাকিস্তান হকি দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এবার আরও একবার একই সমস্যায় জর্জরিত পাকিস্তানের হকি দল। সামনের বছর টোকিও অলিম্পিকে তাদের অংশগ্রহণ করার সম্ভাবনা নেই। আগামী জুন মাসে ফ্রান্সে অনুষ্ঠিত হবে অলিম্পিকের প্রি কোয়ালিফাইং টুর্নামেন্ট। কিন্তু সেই টুর্নামেন্ট থেকে পাকিস্তানকে বাদ দিয়েছে আন্তর্জাতিক হকি সংস্থা (এফআইএইচ)। টুর্নামেন্টে অংশ নেবে আয়ারল্যান্ড, মিশর, স্কটল্যান্ড, সিঙ্গাপুর, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ইউক্রেন ও চিলি।

পাকিস্তানের হকি ফেডারেশন জানিয়েছে, আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) প্রো হকি লিগে দল পাঠায়নি তারা। সে জন্যই আন্তর্জাতিক সংস্থা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। পাকিস্তান হকি ফেডারেশন বহুদিন ধরেই আর্থিক সঙ্কটে রয়েছে। তার উপর প্রো হকি লিগে দল না পাঠানোয় ইতিমধ্যে এক লাখ ৭০ হাজার ইউরো জরিমানা হয়েছে তাদের। চারবার বিশ্বকাপ জয়ী পাকিস্তান হকি দলের অলিম্পিকে না থাকার সম্ভাবনা ঘিরে জোর আলোচনা চলছে। সূত্র, জিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়