শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৮ মে, ২০১৯, ০৫:৫৫ সকাল
আপডেট : ১৮ মে, ২০১৯, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লোকসানের কারণে যদি পাটকল বন্ধ করে দিতে হয়, তাহলে শুধু পাটকল  কেন, বিমানও বন্ধ করে দেয়া  হোক, বললেন রুহিন হোসেন প্রিন্স

সৌরভ নূর : বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি খাত বা প্রজেক্ট লোকসানের মুখে পড়েছে, কোথায়, সেগুলোকে কি বন্ধ করে দেয়া হয়েছে? লোকসানের কারণে যদি পাটকল বন্ধ করে দিতে হয়, তাহলে প্রথমে মন্ত্রিসভা বন্ধ করে দেয়া উচিত! কেননা তদের দিয়েও তো দেশের কোনো উন্নয়ন হচ্ছে না, এটাও তো একধরনের লোকসান। বিমান বন্ধ করে দেয়া উচিত। এ রকম লোকসানে জর্জরিত হয়ে থাকা প্রজেক্টগুলোকে বন্ধ করে দেয়া  হোক। শুধু পাটকল কেন? বেসরকারি খাতে পাটকল দিয়ে দেয়ার পরিকল্পনা প্রসঙ্গে সিপিবির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আমরা পাটশিল্পকে রক্ষা করতে চাই কিনা। বাংলাদেশের ঐতিহ্য এবং অর্থনীতি বিবেচনা করলে পাট শিল্পের বিকল্প নেই। সেক্ষেত্রে পাটশিল্পকে রক্ষা করতেই হবে। এজন্য পাট খাতকে বিশেষ গুরুত্বের মধ্যে আনতে হবে এবং সরকারি মাধ্যমে রেখেই তা করতে হবে।

পাটকল বেসরকারি খাতে দেয়ার উদ্দেশ্য হলো, সরকারি খাত নষ্ট করে সবকিছুই বেসরকারিভাবে বরাদ্দ দিয়ে লুটেরা মুনাফালোভীদের হাতে তুলে দেয়া। তাদের ব্যক্তিগত ব্যবসার সুযোগ করে দেয়া। চাইলেই আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে পারি। কেন পাটকলগুলো লস খাচ্ছে? কারণ পুরানো মরিচা ধরা, বিকল হয়ে আসা মেশিনারিজের জন্য এবং প্রয়োজনের সময়ে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়ায়। এই যন্ত্রগুলোকে পরিবর্তন করে নতুন যন্ত্র স্থাপন করলে এবং সময়মতো পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেয়া হলে পাটকলগুলো লোকসান কাটিয়ে উঠতে  সক্ষম হবে বলেও মনে করেন রুহিন হোসেন প্রিন্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়