শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৮ মে, ২০১৯, ০৫:৩৫ সকাল
আপডেট : ১৮ মে, ২০১৯, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান অর্ধশতাব্দি ধরে জানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কি আচরণ করতে হবে, বললেন জারিফ

রাশিদ রিয়াজ : মার্কিন গণমাধ্যমে প্রচারিত গুজবে ইরান খেই হারিয়ে ফেলেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন কর্মকর্তাদের বক্তব্যের অসঙ্গতিই প্রমাণ করছে যে, তারা নিজেরাই জানে না এখন কি করতে হবে।

জারিফ শুক্রবার রাতে এক টুইটার বার্তায় লিখেছেন, ‘যখন বি-টিম এক কথা বলে এবং ট্রাম্প আরেক কথা বলেন তখন একথা স্পষ্ট হয়ে যায় যে, যুক্তরাষ্ট্র জানেই না এখন কি চিন্তা করতে হবে।’ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো লিখেছেন, ‘কিন্তু ইরানিরা কয়েক হাজার বছর ধরে জানে তাদেরকে কি চিন্তা করতে হবে। আর যুক্তরাষ্ট্রের ব্যাপারে কি করতে হবে তা ইরানিরা ১৯৫৩ সাল থেকে (মার্কিন মদদে অভ্যুত্থানের মাধ্যমে ইরানের নির্বাচিত মোসাদ্দেক সরকারের পতন) ভেবে রেখেছে।’

জারিফ সম্প্রতি ইংরেজি ‘বি’ আদ্যাক্ষরের চার ব্যক্তির নাম উল্লেখ করে বলেন, এই বি-টিমের সদস্যরা যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়িয়ে ফেলতে চান। জারিফের ভাষায় বি টিমের ওই চার সদস্য হলেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সৌদি যুবরাজ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ বিন জায়েদ।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার এক টুইটার বার্তায় দাবি করেন, ইরানের ব্যাপারে মার্কিন গণমাধ্যমে যেসব গুজব প্রচারিত হচ্ছে তাতে যুক্তরাষ্ট্রের ক্ষতি হলেও যে কাজের কাজটি হচ্ছে তা হলো- ইরানি কর্মকর্তারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাচ্ছেন।

ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস গত বুধবার জানায়, ইরান সংক্রান্ত নীতি নির্ধারণের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনে তীব্র মতপার্থক্য রয়েছে। একই দিন ট্রাম্প এক টুইটার বার্তায় ওই মত পার্থক্যের কথা স্বীকার করে বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেবেন। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, ইরানি কর্মকর্তারা শিগগিরই তার সঙ্গে আলোচনায় বসবেন। পার্সটুডে/প্রেসটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়