শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৮ মে, ২০১৯, ১২:০৫ দুপুর
আপডেট : ১৮ মে, ২০১৯, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশুদ্ধ পানি না পেলে ওয়াসার বিল দেবে না জুরাইনবাসী, বরং ফেরত চেয়েছে আগের বিল

মৌরী সিদ্দিকা : যতদিন পর্যন্ত ওয়াসার সুপেয় পর্যাপ্ত পানি না পাবে ততদিন পর্যন্ত বিল পরিশোধ করবে না বলে ঘোষণা দিয়েছে রাজধানীর জুরাইনবাসী। এ পর্যন্ত যত টাকা ওয়াসাকে পানির বিল বাবদ পরিশোধ করেছে, সেটাও ফেরত দেওয়ার দাবি করেছেন তারা। গত প্রায় একমাস ধরে সুপেয় পানির দাবিতে ধারাবাহিক আন্দোলন করে আসছে জুরাইনবাসী। শুক্রবার ওয়াসার বিশুদ্ধ পানির দাবিতে জুরাইন থেকে শনিরআখড়া পর্যন্ত পদযাত্রায় এ দাবি করেছে। - এনটিভি

এ সময় জুরাইন এলাকাটিকে মানুষ বসবাসের উপযোগী করে গড়ে তোলার দাবি জানান আন্দোলনের নেতৃত্ব দেওয়া পরিবেশ আন্দোলনকর্মী মিজানুর রহমান।

মিজানুর রহমান বলেন, ‘রাষ্ট্র যদি ন্যূনতম সভ্য হতো, গত ২৩ তারিখ থেকে এই কয়দিনে ব্যাপকভাবে কাজে নেমে যেত পারত। কারণ সবাই আমরা জানি পানির অপর নাম জীবন। এই বোধ বুদ্ধি রাষ্ট্রের মধ্যে নাই। কমিশন গঠন করে কত ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয়ত আমরা এই পর্যন্ত যত ময়লা পানির বিল দিয়েছি, সেই বিল ফেরত দিতে হবে। এবং যে পর্যন্ত সুপেয় পানি আমাদের দিবে না সে পর্যন্ত আমরা বিল দিব না।’

জুরাইনবাসীর একমাত্র বিশুদ্ধ পানির উৎস ডিপটিউবওয়েল। পুরো এলাকার জন্য তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশুদ্ধ পানি সরবরাহ না করলেও ওয়াসা বিল নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

পদযাত্রায় অংশ নেয়া এক ব্যক্তি বলছিলেন, ‘আমরা ওয়াসার পানির বিল দেই এবং পানি কিনেও খাই। রান্নার পানি এবং খাওয়ার পানি কিনতে হয়। এই অভিশাপ থেকে আমরা মুক্তি পেতে চাই।’

পানি সমস্যার সমাধান না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জুরাইনবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়