শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ১৮ মে, ২০১৯, ০৭:৪৫ সকাল
আপডেট : ১৮ মে, ২০১৯, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন উত্তেজনার মধ্যে ইরানের পাশে চীন

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের ক্রমাগত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও উত্তেজনার মধ্যেই ইরানের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে চীন। দেশটির শীর্ষ কূটনীতিক তেহরানকে বলেছেন, তারা একতরফা মার্কিন নিষেধাজ্ঞার বিরোধী এবং স্বার্থ সুরক্ষায় তেহরানের চেষ্টাকে সমর্থন জানাচ্ছে।-খবর রয়টার্স

ইরান-মার্কিন উত্তেজনার পারদ চড়তে চড়তে এখন তা সম্ভাব্য সংঘাতের উদ্বেগ তৈরি করছে। চার বছর আগের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নিলেও চুক্তির শর্ত রক্ষা করায় নিজের প্রতিশ্রুতির কথা জানিয়েছে ইরান।

তেহরানের দাবি, তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পুনর্বহাল অগ্রহণযোগ্য।

বেইজিংয়ে শুক্রবার চীনের স্টেট কাউন্সিলর ওয়া ঈ ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফকে বলেন, দ্রুত বিকাশমান এই পরিস্থিতি খুবই তাৎপর্যপূর্ণ। দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে।

তিনি বলেন, চীন দৃঢ়তার সঙ্গে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার বাস্তবায়নের বিরোধিতা করছে। আমরা বর্তমান পরিস্থিতি এবং ইরানের উদ্বেগকে উপলব্ধি করতে পেরেছি।

ইরানের পরমাণু চুক্তির শর্ত পালন ও ভবিষ্যতেও তা বজায় রাখাকে চীন সম্মানের চোখে দেখে বলেও তিনি জানান।

এদিকে জাভেদ জারিফ বলেন, চুক্তি থেকে সরে আসার কোনো ইচ্ছা ইরানের নেই। তার দেশ সবসময় যুদ্ধের বিরোধী।

চীন-ইরানের মধ্যে ঘনিষ্ঠ বাণিজ্য ও জ্বালানি সম্পর্ক রয়েছে। তবে ইরানের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে বেইজিংকে। কারণ ইরানের আঞ্চলিক শত্রু সৌদি আরবের সঙ্গেও সম্পর্ক রক্ষা করে যেতে হচ্ছে চীনকে

সূত্র : যুগান্তর

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়