শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৮ মে, ২০১৯, ০৩:০৫ রাত
আপডেট : ১৮ মে, ২০১৯, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে মাধবপুর লেকের উন্নয়নের কাজে ন্যাশনাল টি কোম্পানীর বাঁধা

সোহেল রানা, মৌলভীবাজার : নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা। প্রাকৃতিক দৃষ্টিনন্দন এই উপজেলার অন্যতম দর্শনীয় স্থান হলো মাধবপুর হ্রদ। সারিবদ্ধ চা বাগানের মধ্যে অবস্থিত প্রাকৃতিক হ্রদের সৌন্দর্য উপলব্ধি করতে প্রতিনিয়তই এখানে আগমন করেন দেশ-বিদেশি শত শত পর্যটক। কিন্তু পর্যটনের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও কমলগঞ্জের মাধবপুর হ্রদে তুলনামূলকভাবে পর্যটকদের জন্য কোন উন্নয়ন করা হয়নি।

কমলগঞ্জের পর্যটন শিল্পের উন্নয়নের জন্য বেশ কিছুদিন ধরে কমলগঞ্জে স্থানীয় জনসাধারণ সংবাদকর্মী পরিবেশবাদী সুশীল সমাজের নেতৃবৃন্দ বিভিন্ন আন্দোলন করে আসছেন। সম্প্রতি কমলগঞ্জ উপজেলা প্রশাসন কমলগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত মাধবপুর হ্রদ এর উন্নয়নের জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশন(Bangladesh Tourism Corporation) আবেদন করলে,উক্ত বিষয়টি পর্যটন কর্পোরেশন আমলে নেয়,এবং মাধবপুর উন্নয়নের জন্য ৪৬ লক্ষ টাকার বরাদ্দ দেয়। তবে,উন্নয়ন বাধা হয়ে দাঁড়ায় দায়িত্বে থাকা চা শিল্প প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি (National Tea Company Ltd) এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে ন্যাশনাল টি কোম্পানির জেনারেল ম্যানেজার মুরাদ চৌধুরী সাথে ফোন যোগাযোগ করলে বরাদ্দকৃত অর্থে কথা স্বীকার করে বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত মাধবপুর লেকে কোন উন্নয়ন কার্যক্রম করা যাবে না।

মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, এটা প্রশাসনিক বিষয়ে তবে,মাধবপুর লেকের উন্নয়নে স্বার্থে বাধা দেওয়া ঠিক নয়। মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আসিদ আলী বলেন দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক আসেন কমলগঞ্জের মাধবপুর লেক টি দেখার জন্য তাই সরকার পর্যটনের উন্নয়নের স্বার্থে অর্থ বরাদ্দ দিয়েছেন। বরাদ্দকৃত অর্থ যদি মাধবপুর লেকের পর্যটন উন্নয়নের জন্য ব্যবহার করা হয় তাহলে দেশ বিদেশের হাজার হাজার পর্যটকরা লেকটির সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়