শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ মে, ২০১৯, ১২:৩৪ দুপুর
আপডেট : ১৮ মে, ২০১৯, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিসা না পাওয়ায় ‘অভিযাত্রিক’এ অপু চরিত্রে অভিনয় হলো না আরিফিন শুভর

এইচ এম জামাল: ভিসা পেতে সমস্যা, তাই ‘অপু’ রূপে আর পর্দায় আসা হল না বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভর। অপুকে নিয়ে পর্দায় ফেরার পরিকল্পনা ছিল পরিচালক শুভ্রজিৎ মিত্রের। ‘অভিযাত্রিক’-এর জন্য বুনছিলেন চিত্রনাট্য। আর কালজয়ী সেই অপুর চরিত্রের জন্যই তিনি বেছে নিয়েছিলেন আরিফিন শুভকে। তবে, বাদ সাধল ভিসা। ভিসার সমস্যার কারণে ভারতে যেতে পারছেন না অভিনেতা। আর তাই ‘অভিযাত্রিক’-এ অভিনয়ও করা হচ্ছে না তার।

চলতি লোকসভা নির্বাচনে বাংলাদেশের দুই অভিনেতা ফিরদৌস এবং নূর তৃণমূলের প্রচারে অংশ নেয়ার পরই সমস্যার সূত্রপাত হয়। ওই দুই অভিনেতাকে দ্রæত বাংলাদেশে ফেরার নির্দেশ দেয় হাই কমিশন। ভারতে এই মুহূর্তে বাংলাদেশি শিল্পীদের কাজ করা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। কারণ, ভিসা পেতে তাদের সমস্যা হচ্ছে। তাই ‘অভিযাত্রিক’ থেকে বাদ পড়লেন আরিফিন।

এ প্রসঙ্গে পরিচালক শুভ্র জানিয়েছেন, না শুভ কাজটা করতে পারছে না। খুবই দুর্ভাগ্যজনক! ভিসা পায়নি ও। সেকারণেই ছবি থেকে সরতে হচ্ছে ওকে। স¤প্রতি, যা ঘটেছে সে প্রসঙ্গে সবাই অল্প-বিস্তর জানেন। তাই এই মুহূর্তে ভারত ভ্রমন তার পক্ষে সম্ভব নয়। আপাতত নতুন অপুর খোঁজ করছি। দু’তিন জনের লুক টেস্ট করারও কথা চলছে। এখন দেখা যাক। এই চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়ে যারপরনাই আনন্দিত ছিলেন আরিফিন। তার কেরিয়ার যে ঘুরে দাঁড়াবে এই ছবির, তা নিয়েও আশাবাদী ছিলেন তিন। তবে, অবশেষে আর অপু হয়ে ওঠা হল না বাংলাদেশি অভিনেতা শুভর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়