শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৮ মে, ২০১৯, ১২:২৩ দুপুর
আপডেট : ১৮ মে, ২০১৯, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে কৃষকদের মানববন্ধন

স্বপন দেব : মৌলভীবাজারের সংরক্ষিত বনাঞ্চলের ইকোপার্ক থেকে ছুটে আসা বন্য শুকরের তান্ডবে সদর উপজেলার জগন্নাথপুর, গোয়ালাবাড়ী এলাকায় ব্যাপক ক্ষতির মুখে শতবর্ষের ঐতিহ্যবাহী আনারস,লেবু, কাঠাল,শাকসবজিসহ কয়েকশ কৃষকের শতাধিক একর বাগান। এসব বাগান রাতের আঁধারে দলবেঁধে বন্য শুকর তান্ডব চালিয়ে ধ্বংস করে দিচ্ছে বলে জানান বাগান মালিকরা। এনিয়ে বিভিন্ন পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশ হলেও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এদিকে বিক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত বাগান মালিকগন জেলা প্রশাসকসহ বন বিভাগের কাছে ক্ষতিপ‚রণ ও বাগান রক্ষায় সংরক্ষিত বনাঞ্চলের ইকোপার্ক অংশে দেয়াল নির্মানের দাবি জানিয়ে মানববন্ধন কর্মস‚চী পালন করেছেন।

গত বৃহস্পতিবার (১৬ মে) বিকেলের দিকে মৌলভীবাজার শহরের প্রেসক্লাব প্রাঙ্গনে ক্ষতিগ্রস্ত আনারস ও লেবু বাগান মালিকগনের পক্ষ থেকে বাগান রক্ষা ও প্রয়োজনীয় ক্ষতিপ‚রণের দাবীতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্থ বাগান মালিকরা।

স্থানীয় মেম্বার ওয়াছির মিয়ার সভাপতিত্বে ও বাগান মালিক এনামুল হক এনামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাগান মালিক ও জগন্নাথপুরের জয়নাল আবেদীন কাজল, ইমরান মিয়া, আব্দুস সোবহান আলী, হালিম মিয়া, মোঃ রহিম মিয়া, সালাত মিয়া, সেলিম মিয়া, বাবুল মিয়া, পাবলু মিয়া, শাহ হেলাল সাহেল, মনজুর মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জগন্নাথপুর গ্রামের কয়েকশত বাগানে বর্ষিজোড়া ইকোপার্কের বন্য শুকরের ব্যাপক তান্ডবে লÐভÐ হয়ে গেছে। প্রশাসনের বিভিন্ন স্থরে অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। এসব আনারস, কাঠাল আর লেবু বাগানের মালিকরা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেও বন্য শুকরের কারনে সব নষ্ট হয়ে যাচ্ছে। সরকারের কাছে প্রয়োজনীয় ক্ষতিপ‚রণ চেয়ে বাগান মালিক কৃষকদের সহায়তা ও পাশে দাঁড়াতে জোর দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়