শিরোনাম

প্রকাশিত : ১৭ মে, ২০১৯, ১০:৫৫ দুপুর
আপডেট : ১৭ মে, ২০১৯, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতির প্রয়োজনে ঐক্যফ্রন্ট প্রতিষ্ঠিত হয়েছে, বললেন নোমান

অশোকেশ রায় : জাতীয় ঐক্যফ্রন্ট একটি বিশেষ পরিস্থিতিতে জাতির প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মওলানা মুহাম্মদ আকরাম খাঁ হলে সাংবাদিক মাহফুজ উল্লাহ’র স্মরণসভায় তিনি এসব কথা বলেন।-বাংলা ট্রিবিউন

এই স্মরণসভার আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম।আবদুল্লাহ আল নোমান বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট আমাদের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, একটি বিশেষ পরিস্থিতিতে প্রতিষ্ঠিত হয়েছে। তাই বলে আমাদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সব কর্মসূচি এক হবে বিষয়টি তেমন নয়।’

তিনি বলেন, ‘সারাদেশের পাটকল শ্রমিকরা বকেয়া মজুরি-ভাতার দাবিতে রাস্তায় নেমেছেন। রাস্তায় নামার পরও এ নিয়ে তাদের সঙ্গে সরকারের কোনো কথা হচ্ছে না। কিন্তু সরকার কী করছে?

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে- বিষয়টি ঠিক না। বরং এটা থেকে আপনাদের প্রশংসা করা উচিত, বিএনপির সঙ্গে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা আছে। মুখের ওপরে ধমক দিয়ে এখানে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় না।’

স্মরণসভায় শ্রমিকদল সভাপতি আনোয়ার হোসেন ও নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়