শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৭ মে, ২০১৯, ০৯:৩৮ সকাল
আপডেট : ১৭ মে, ২০১৯, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনারসে ভরপুর রাঙামাটি, যাচ্ছে জেলার বাইরেও

হ্যাপি আক্তার : মৌসুম শুরু হতে না হতেই আনারসে ভরপুর হয়ে উঠছে পার্বত্য জেলা রাঙামাটির হাটবাজার। সারি সারি নৌকা ভিড়ছে প্রতিদিন। স্থানীয় চাহিদা পূরণ করে রসালো এসব আনারস যাচ্ছে চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। দ্যা ডেইলি স্টার।

রাঙামাটি কৃষি স¤প্রসারণ বিভাগ জানায়, এ বছর রাঙামাটি জেলায় ১৮শ’ হেক্টর ঢালু জমিতে আনারসের আবাদ হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে আনারসের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার ৩৫০ মেট্রিক টন।
রাঙামাটি জেলায় হানিকুইন জাতের আনারস ব্যাপকভাবে চাষ হয়ে থাকে। সাধারণত মে থেকে জুন মাসের দিকে আনারসের মৌসুম শুরু হয়। তবে, দুই-তিন মাস আগে থেকেই রাঙামাটির বিভিন্ন হাটবাজারে আসতে শুরু করেছে আনারস।

মৌসুম শুরুর আগেই আনারস বাজারে এনে বিক্রি করছেন চাষিরা। জেলার রাঙামাটি সদর, নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়িতে আনারসের উৎপাদন বেশী হয়ে থাকে। তবে সবচেয়ে বেশী আনারস চাষ করা হয় রাঙামাটি সদর ও নানিয়ারচরে।

চাষীরা বলছেন, এখান থেকে ১০-১২ টাকা দামে আনারস বিক্রি কারা হয়। ঢাকা ও গাজীপুর’সহ দেশের বিভিন্ন জায়গায় আনারসন নেয়া হয়।

এসব স্থানে উৎপাদিত আনারস ছোট ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে রাঙামাটি শহরের বনরূপা বাজারের সমতাঘাটে এনে বিক্রি করছেন চাষিরা। সেখানে আকারভেদে প্রতি জোড়া আনারস বিক্রি হচ্ছে ৫-১০ টাকা ও ১৫-২০ টাকায়। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়