শিরোনাম

প্রকাশিত : ১৭ মে, ২০১৯, ০৯:২৯ সকাল
আপডেট : ১৭ মে, ২০১৯, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টির কারণে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ আপাতত বন্ধ

আক্তারুজ্জামান : বৃষ্টির কারণে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ আপাতত বন্ধ আছে।

এর আগে, ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলতে বাংলাদেশ দল মুখো্মুখি হয় ওয়েস্ট ইন্ডিজের। এই ম্যাচে বড় চমক খেলছেন না বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান। গত ম্যাচে চোটে পড়ায় দল থেকে ছিটকে গেছেন তিনি। শিরোপা ম্যাচে নিষ্পত্তির ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বারবার শিরোপাস্বপ্ন ভেঙে যাওয়া টাইগাররা আজ ডাবলিনের ম্যালাহাইড পার্কে বেশ আশা বেধেই নেমেছে। ছয়বার বিভিন্ন প্রতিযোগীতামূলক আসরের ফাইনাল থেকে হেরে ফিরতে হয়েছিল মাশরাফিদের। আজকের দিন সেই দুঃখ ভোলার দিন হিসেবে বেছে নিতে পারেন তামিম-মুশফিকরা। বিকাল ৩টা ৪৫ মিনিটে শুরু হচ্ছে ম্যাচটি।

বাংলাদেশ দলে আজও কয়েকটি পরিবর্তন এসেছে। গত ম্যাচে অর্ধশত রান পেলেও বাদ পড়েছেন লিটন। ফিরে এসেছেন সৌম্য সরকার। সাকিবের বদলী খেলছেন মোহাম্মদ মিঠুন। রুবেলের পরিবর্তে মুস্তাফিজ এবং রাহীর বদলে মিরাজ।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা ও মুস্তাফিজুর রহমান।

উইন্ডিজ একাদশ : সুনীল আমব্রিস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রস্টোন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালান, অ্যাশলে নার্স, কেমার রোচ, রেমন রেফিয়ার ও শ্যানন গ্যাব্রিয়েল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়