শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৭ মে, ২০১৯, ০৭:০১ সকাল
আপডেট : ১৭ মে, ২০১৯, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিউনিখে প্রথমবার সফলভাবে উড়ল বৈদ্যুতিক এয়ারট্যাক্সি

রাশিদ রিয়াজ : জার্মান স্টার্টআপ সংস্থা লিলিয়ামের তৈরি বিদ্যুতশক্তি চালিত ‘এয়ার ট্যাক্সি’ ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার বেগে মিউনিখের আকাশে ৫ জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার সফল পরীক্ষামূলক উড্ডয়নে অংশ নেয়। জার্মান সরকারের ছাড়পত্র মিললে, ২০২৫ সালের মধ্যে বিশ্বের একাধিক শহরে একে ‘অন ডিমান্ড এয়ার ট্যাক্সি’ পরিষেবার কাজে ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি বিদ্যুত চালিত হওয়ায়, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা যাবে। টাইমস অব ইন্ডিয়া

লিলিয়াম বাজারে ‘প্রথম’ এয়ার ট্যাক্সি চালনায় সফর হলেও এয়ারবাস, বোয়িং এবং উবর-এর মতো একাধিক খ্যাতনামা সংস্থা এধরনের উড্ডয়ন নিয়ে গুরুত্বভাবে কাজ করছে। ব্যবসায়ীক প্রতিদ্ব›দ্বী বেশ শক্ত তা মেনে নিয়ে লিলিয়ামের হেড অফ ফ্লাইট লিওনার্দো বিগারেল্লা বলেছেন, এয়ারবাস এবং বোয়িং-এর মতো সংস্থাগুলি তাদের যে ‘এয়ার-ট্যাক্সি’র মডেল আনার কথা ইতিমধ্যেই জানিয়েছে, সেগুলি ৫০ মাইল পর্যন্ত ওড়ার ক্ষমতাসম্পন্ন। কিন্তু লিলিয়ামের তৈরি ‘এয়ার ট্যাক্সি’ তার থেকে বেশিদূর যেতে পারবে। ঠিক কতটা হবে এর পাল্লা, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।

লিলিয়ামের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাটি থেকে ড্রোনের কায়দায় নিয়ন্ত্রিত এই এয়ার-ট্যাক্সি তার প্রথম পরীক্ষায় আশার থেকেও বেশি সাফল্য লাভ করেছে। যে তথ্য বিশ্লেষণ করে আগামী দিনে তাকে যতশীঘ্র সম্ভব বাণিজ্যিক ভাবে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে সংস্থার। দুরন্ত গতিতে দৌঁড়নোর ক্ষমতা রাখা এই যানটি হেলিকপ্টারের কায়দায় মাটি থেকে উঠলেও রোটর-চালিত ডানা মেলে যাত্রীকে গন্তব্যে দ্রুত পৌঁছে দিতে পারবে।

তবে পরিষেবার ক্ষেত্রে আর্থিক খরচের কথা মাথায় রেখে আগের ‘টু-সিটার’ মডেলকে সংস্কার করে একে পাঁচ আসন বিশিষ্ট করা হয়েছে। অদূর ভবিষ্যতে এই ধরনের যানে চড়ার সুবিধা পেতে বিশ্বের একাধিক দেশের অসংখ্য আইনে বদলের জন্য অপেক্ষা করতে হবে আগ্রহী যাত্রীদের, যা মোটেও সহজ নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে মার্কিন এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন মনে করছে, আগামী দিনে এটিই হতে চলেছে পরিবহণের মাধ্যম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়