শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৭ মে, ২০১৯, ০৭:১০ সকাল
আপডেট : ১৭ মে, ২০১৯, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

সুজন কৈরী : জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন পদে চাকরি প্রলোভন দেখিয়ে প্রতারনাকারী ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। গ্রেফতারকৃতরা হলেন, হারুন অর রশিদ পরাগ (৫৪) ও মো. নুরুল ইসলাম শেখ (৫৬)।

বৃহস্পতিবার র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম জানান, বুধবার বিকেলে রাজধানীর মালিবাগ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে।
তিনি জানান, গত ১২ মে বিভিন্ন দৈনিকে জাতীয় রাজস্ব বোর্ডের একটি ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতারক চক্র। পরে জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ বিষয়ে র‌্যাবে অভিযোগ করা হয়, নিরীহ লোকজন যেন হয়রানীর শিকার না হয় সেজন্যে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য। ওই অভিযোগের ভিত্তিতে মালিবাগ চৌধুরীপাড়ার একটি মসজিদের ৪র্থ তলায় প্রিন্টিং প্রেস থেকে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৮টি পাসপোর্ট, চাকরিতে নিয়োগের ৯টি জীবন বৃত্তান্ত, ১টি ভূয়া জনবল নিযোগের কার্যাদেশ, ১টি ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি ৩টি মোবাইলফোন ও নগদ ২৮ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাগজপত্র জাল করে প্রচার ও প্রকাশ করে নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়