শিরোনাম
◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার

প্রকাশিত : ১৭ মে, ২০১৯, ০১:৩২ রাত
আপডেট : ১৭ মে, ২০১৯, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ে দু’বছরের বন্দিদশা, অবশেষে ঘরে ফিরলেন বাঙালি ক্যাপ্টেন

জাবের হোসেন : প্রায় দু’বছর দুবাইয়ের সমুদ্র বন্দরে আটকে থাকার পর বাড়ি ফিরলেন বাঙালি ক্যাপ্টেন ঘাটালের বাসিন্দা যাজ্ঞিক মুখোপাধ্যায়। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন যাজ্ঞিকবাবু। স্ত্রী ছন্দা মুখোপাধ্যায়-সহ দুই পুত্র কন্যাকে কাছে পেয়ে চোখের জল আটকে রাখতে পারেননি পশ্চিম বঙ্গের যাজ্ঞিক। সংবাদ প্রতিদিন

পেশায় মেরিন ইঞ্জিনিয়ার যাজ্ঞিক ২০১৭ সালের ৫ আগস্ট এমটি আব্দুল রজাক নামে এক পণ্যবাহী জাহাজের ক্যাপ্টেন হিসাবে যোগ দেন। আট মাসের চুক্তিতে যাজ্ঞিকর মতো ৩৯ জন ভারতীয় সাতটি জাহাজে কাজে যোগ দিয়েছিলেন। যথারীতি পণ্যবাহী জাহাজগুলি আরব দেশে রওনা দেয়। কিন্তু জাহাজ কোম্পানির বৈধ কাগজপত্র না থাকায় আরব দেশের উপকূলে জাহাজগুলিকে আটক করা হয়। ফলে চরম বিপদে পড়ে যান যাজ্ঞিকরা। কোম্পানি মাত্র দু’মাসের বেতন দেওয়ার পর আর কোনও আর্থিক সুবিধা দিতে পারেনি। এমনকী দুবাই বন্দর থেকে বাড়ি ফেরারও কোনও ব্যবস্থা করতে পারেনি কোম্পানি কর্তৃপক্ষ। ফলে মাসের পর মাস বন্দরেই আটকে থাকেন যাজ্ঞিকবাবুরা। গত ২২ জানুয়ারি সংবাদটি ‘সংবাদ প্রতিদিন’-এ প্রকাশিত হয়। জাহাজগুলিকে বেআইনি ঘোষণা করেন দুবাই বন্দর কর্তৃপক্ষ।

এদিকে দুবাইয়ের সমুদ্র বন্দরে জাহাজে কপর্দকশূন্য অবস্থায় দিন কাটছিল ক্যাপ্টেন যাজ্ঞিক মুখোপাধ্যায়-সহ অন্য কর্মীদের। অভুক্ত অবস্থায় ছিলেন তারা। মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও যোগাযোগ করেন ছন্দাদেবী। প্রায় দু’বছর পর আইনি ঝামেলা কাটিয়ে স্বামীকে ফিরিয়ে আনলেন তিনি। আটক ৩৯ জন ভারতীয়ের মধ্যে দু’জন বাঙালি। গত ২৫ এপ্রিল যাজ্ঞিকদের কোম্পানির সঙ্গে চূড়ান্ত শুনানি হয় দুবাই আদালতে। তারপরই মুক্তির সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে। সম্পাদনা- কায়কোবাদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়