শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ মে, ২০১৯, ১২:১৬ দুপুর
আপডেট : ১৭ মে, ২০১৯, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইনাল থেকে ছিটকে পড়েননি সাকিব, বললেন দেবাশীষ

স্পোর্টস ডেস্ক: গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় পিঠে চোট পান বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঠেই চিকিৎসক এসে শুশ্রষা করে গেলে আবারও ব্যাটিং করেন তিনি। কিন্তু কিছুক্ষণ পর আবারও ব্যাথা অনুভব করলে মাঠ ছাড়েন সাকিব। তার কতটা গুরুতর, ফাইনাল ম্যাচ খেলতে পারবেন কিনা তা নিয়ে চলছে ক্রিকেট পাড়ায় চিন্তার ভাঁজ।

তবে সাকিবের এই চোট নিয়ে বিসিবি চিকিৎসক কী ভাবছেন? বোর্ডের বিশ্বস্ত চিকিৎসক দেবাশীষ চৌধুরী ঢাকায় থাকায় চোট আক্রান্ত সাকিবকে কাছ থেকে দেখেননি। কিন্তু ফিজিও থিহান চন্দ্রমোহনের মুখ থেকে শোনে তারও দাবি, সাকিবের এই চোট গুরুতর নয়।

এক প্রতিবেদককে দেবাশীষ বলেন, ‘দুপুরে দলের সঙ্গে কথা বলেছি। আমার প্রশ্ন ছিল কালকের ম্যাচ থেকে ছিটকে পড়েছে কি না। দল বলল- ছিটকে পড়েনি, তবে তাকে পর্যবেক্ষণে রেখেছে। আজকে রাত দেখে কাল সকালে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সাইড স্ট্রেইন কি না এ ব্যাপারে দেবাশীষ নিশ্চিত না হলেও সাইড স্ট্রেইন হয়ে থাকলে তা থেকে সেরে উঠতে যে বেশ সময় লাগবে তাও জানিয়েছেন। তার ভাষ্য, ‘সাইড স্ট্রেইন কি না তা এখনো নিশ্চিত না। দল বলছে সাইড স্ট্রেইন না। ওরা বলছে মাসল ইনজুরি আছে, কিন্তু সেটা সাইড স্ট্রেইন পর্যায়ে যায়নি। সাইড স্ট্রেইন কিন্তু স্পেসিফিক একটা ইনজুরি। এটা হলে ভালো হতে বেশ সময় লাগে, ২-৩ সপ্তাহ লেগে যায়।’

তিনি জানান, চোট পাওয়ার পর থেকে বিশ্রামে আছেন সাকিব, ফাইনালের আগের দিন দলের সাথে তাই অনুশীলনও করতে পারেননি।

দেবাশীষ আরও বলেন, ‘আমরা যেসব কথা বলছি তা ফিজিওর বরাত দিয়ে। ফিজিওর ভাষ্য হচ্ছে- একদিনে সে কিছু বলতে পারব না। আঘাত লাগলে ১-২ দিন সময় দিতে হয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়