শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ১০:১৪ দুপুর
আপডেট : ১৬ মে, ২০১৯, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন ফরমেট মিলিয়ে তামিমের পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশ দলের ডেশিং ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। এই টুর্নামেন্টে ইতোমধ্যে তিন ম্যাচে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন দুটি। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে করেছেন ৫৭ রান তিনি। আর এই ফিফটির মধ্যদিয়ে তামিম ঢুকে গেছেন অনন্য এক মাইলফলকে। ফিফটি বা তার বেশি রানের ইনিংসে সেঞ্চুরি ছুঁয়েছেন তামিম।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তামিম করেছিলেন ৮০ রান। পরের ম্যাচে ক্যারিবীয়ানদের বিপক্ষে করেন ২১ রান। সবশেষ আইরিশদের বিপক্ষে করেন ৫৭ রান। আর এই ফিফটির মধ্যদিয়ে তামিম ওয়ানডে ক্যারিয়ারে ৪৬তম ফিফটি স্পর্শ করেন। এর পাশাপাশি অন্যরকম এক সেঞ্চুরিও পূর্ণ হয় তামিমের।

প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ৫০ বা এর চেয়ে বেশি রানের ইনিংস খেলার সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তামিম। দেশ সেরা এই ড্যাশিং ওপেনার তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক। ওয়ানডেতে ৪৬টি ফিফটির পাশাপাশি তামিমের নামের পাশে জমেছে ১১টি সেঞ্চুরি। টেস্টে ৯ সেঞ্চুরির পাশাপাশি পেয়েছেন ২৭টি ফিফটি। টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরির পাশাপাশি তামিমের আছে ৬টি ফিফটি।

প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ১০০টি ৫০ বা তার বেশি ইনিংস খেলার রেকর্ড গড়েছেন তিন ফরম্যাটে ১২ হাজার ৫৫৮ রান করা তামিম। এর মধ্যে সাদা পোশাকে ২০৬ রানের ইনিংসও আছে।

তিন ফরম্যাট মিলিয়ে ৫০ বা তার বেশি ইনিংস খেলার রেকর্ডে তামিমের পরেই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের ৫০ এর বেশি ইনিংস আছে ৮৬টি। এই তালিকায় তিনে থাকা মুশফিকুর রহিম তিন ফরম্যাট মিলিয়ে ৫০ এর বেশি ইনিংস খেলেছেন ৬৮টি। মাহমুদউল্লাহ রিয়াদ তিন ফরম্যাট মিলিয়ে ৫০ এর বেশি ইনিংস খেলেছেন ৪৬টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়