শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৯:৫৮ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক সংকটে বিএনপি রাইটলি রেসপন্স করতে পারেনি, বললেন জাপা নেতা

রাইসা মনোয়ার: বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দল রয়েছে। কোন জোটের কার্যক্রম মানুষের কাছে দৃশ্যমান নয়। সংসদে যারা জায়গা পেয়েছেন বা যারা শপথ নিয়েছেন তাদেরকে সংসদে দেখা যায়। এছাড়া তাদেরকে দেখা যায় না। তারপরও তারা জোটের অন্তভুক্ত। এ সর্ম্পকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, এরশাদের আন্দোলন হয়েছে । ওই আন্দেলনের সময় কিছু লোকের গুরুত্ব দেখা গিয়েছিল। ৯১’সাল পর্যন্ত আমরা দেখেছি বাংলাদেশে প্রত্যেকটি বড় বড় কলেজে বাম পন্থীদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ছাত্র সংগঠন ছিলো। আস্তে আস্তে শিবির খুব গুরুত্বপূর্ণ জায়গা দখল করলো। ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ে বর্তমানে একটা ছাড়া কোন রাজনৈতিক দল দেখা যায় না।

তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনীতি একমুখী হয়ে আছে। এর বাইরে রাজনীতি করা কঠিন। রাজনৈতিক সংকটের সময় বিএনপি রাইট রেসপন্স করতে পারেনি। যে রেসপন্স বিএনপি করার কথা ছিল সেই প্রপার রেসপন্স বিএনপি করতে পারেনি। বিএনপি ভুল পথে চলে গেছে। যেখানে আন্দেলন করা উচিত ছিল না সেখানে আন্দেলন করেছে। নির্বাচনে যাওয়া উচিত ছিল না কিন্তু বিএনপি নির্বাচনে গেছে এবং বিএনপি থেকে চারজন সদস্য নির্বাচিতও হয়েছে।

দেশে যখন রাজনীতি থাকবে না তখন মানুষ রাজনীতি থেকে দূরে সরে যাবে। আওয়ামী লীগের সাথে পাল্লা দেয়ার মতো কোন দল নেই। মুক্তিযুদ্ধে নেতৃত্ব, বর্তমান কালে নেতৃত্ব দেয়ার কারণে আওয়ামী লীগ অপ্রতিরোধ্য দলে পরিনত হয়েছে। সাম্প্রতিক সময়ে দেখা গেছে জুট মিলের শ্রমিকেরা বেতন পাচ্ছে না। জুট নেই, মেশিন নেই, অর্ডার নেই এ সকল কারণে জুট মিল লস খাচ্ছে। এই সকল ঘটনার জন্য বিএনপি দায়ী নয়। এই অব্যবস্থাপনার জন্য আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগ কিছুটা আত্ম তুষ্টিতে ভুগছে। তৃতীয় বারের মত আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আত্ম তুষ্টি খুব ভয়ঙ্কর। বিএনপিকে আওয়ামী লীগ পর্যদুস্ত করে ফেলেছে। এটা বাংলাদেশের মতো ছোট দেশের জন্য ভালো নয়।

তিনি বলেন, ১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশ। রোহিঙ্গা এখন একটি চিন্তার বিষয়। দেশে সকলের চাকরি হচ্ছে না। এই সকল বিষয়ে রাজনৈতিক সমাধান আওয়ামী লীগের জন্য খুব সুখকর হচ্ছে না। তিনি বলেন,খালেদা জিয়াকে মুক্তি দিলে সরকারের কোন ক্ষতি হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়