শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৯:১৪ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ভোটের ফলাফল কী হবে? ভবিষ্যদ্বাণী করল পঞ্জিকা

মুসবা তিন্নি : কে আসবে ভারতের কেন্দ্রের ক্ষমতায়? কেউ বিজেপিকে এগিয়ে রাখছে। কেউ আবার বলছে, অ্যাডভান্টেজ কংগ্রেস। কিন্তু বাংলার পঞ্জিকাগুলোর মূল্যায়ন কোনও দলই একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না। উল্লেখ্য, বাংলাদেশের বহু মানুষ পঞ্জিকানুযায়ী তাদের কর্মসূচি দেন। হালখাতাও করেন অনেক পরে । সংবাদ প্রতিদিন

পঞ্জিকা বলছে, কোনও রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে।”তবে কেন্দ্রে বিজেপি ফের সরকার গঠন করবে । পশ্চিমবঙ্গ রাজ্য সম্পর্কেও এই পঞ্জিকা বলেছে, “বর্তমান বছরে রাজ্যে রাজনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে না। তৎসত্ত্বে সরকার রাজ্যের উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখবে।”

বিজেপি কিংবা কংগ্রেস, কোনও দলই এককভাবে দিল্লিতে সরকার গঠন করতে পারবে না বলে অভিমত ব্যক্ত করেছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা। তারা বলছে, কোনও রাজনৈতিক দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হবে না।”

রাজনৈতিক মহল বলছে, এই অংশে বিজেপির বিরুদ্ধে প্রশ্ন তুলেছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা। পাশাপাশি রাজ্যের অবস্থাও ব্যক্ত করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে দেশে বাংলা এগোবে। বলা হয়েছে, “বাংলা রাজ্য রাজনৈতিক দিক থেকে অনেকটা শক্তিশালী হবে এবং দেশীয় রাজনীতিতে তার একটা প্রভাব সৃষ্টি করতে পারবে।” রাজ্যে যে ক’টি পঞ্জিকা গৃহস্থের ঘরে যায়, তাতে বেণীমাধব শীল, বিশুদ্ধ সিদ্ধান্ত ছাড়াও রয়েছে গুপ্ত প্রেসের পঞ্জিকা। এই পঞ্জিকার মূল্যায়ন, কেন্দ্রে বিজেপি ক্ষমতায় এলেও একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। আসন কমবে আগের বারের থেকে। রাজ্যে তৃণমূলের পক্ষে ৪২টি আসনই জেতা সহজ নয়, এমনটা অভিমত পঞ্জিকার। সম্পাদনা: কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়