শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৫:৪৩ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে আইটি খাতে জরুরি অবস্থা জারি করলো যুক্তরাষ্ট্র

আব্দুর রাজ্জাক : তথ্য নিরাপত্তা হুমকি মোকাবেলায় বুধবার জরুরি অবস্থা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কম্পিউটারের নিরাপত্তা নিশ্চিত করতে ও তথ্যচুরি ঠেকাতে মার্কিনিদের বিদেশি মোবাইল প্রযুক্তি ব্যহারেও নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি চীনের বৃহত্তম মোবাইল কোম্পানি হুয়াওয়ে ও এর অধীনে থাকা ৭০টি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন বাণিজ্য বিভাগ। বিবিসি, সিএনএন, রয়টার্স

হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনোমিক পাওয়ার অ্যাক্ট’ এর বিধি অনুযায়ী এই জরুরি অবস্থা জারি করা হয়। এতে যে সকল মোবাইল কোম্পানি নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করে তাদের নিষিদ্ধ করা হয়েছে। এটি তথ্য ও তথ্যপ্রযুক্তির নিরাপত্তায় ট্রাম্পের প্রতিশ্রুতিরই অংশ।

মার্কিন বাণিজ্য বিভাগে কালো তালিকাভুক্ত হওয়ায় হুয়াওয়ে দেশটির অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্র থেকে মোবাইল যন্ত্রাংশ ও উপাদান ক্রয় করতে পারবে না। এতে চীনের বৃহত্তম এই কোম্পানিটি মার্কিন মোবাইল উপকরণ সরবরাহকারীদের সহায়তা ছাড়া তাদের কিছু পণ্য আর বিশ্ব বাজারে ছাড়তে পারবে না।

হুয়াওয়ে জানায়, চীনা কোম্পানি হলেও এটি সরকারি নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ স্বাধীন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ মার্কিন ভোক্তা ও তাদের কোম্পানিকেই ক্ষতিগ্রস্ত করবে।

যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ চীনের সঙ্গে অব্যাহত বাণিজ্যযুদ্ধের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করবে। যদিও হুয়াওয়ে চীন সরকারের হয়ে পশ্চিমাদের ওপর গুপ্তচরবৃত্তি করছে বলে ওয়াশিংটন অব্যাহতভাবে অভিযোগ করে আসছে। একই অভিযোগে এই মোবাইল কোম্পানির উপকরণ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়