শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৮:১৬ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলের হাইকমান্ড যা নিদের্শ দেয় আমাদের সেটা মেনে নিতে হয়, বললেন আখতারুজ্জামান

লিয়ন মীর : শপথ গ্রহণকে কেন্দ্র করে বিএনপির মধ্যে চলমান অস্থিরতা সম্পর্কে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, আমরা দলের কর্মীমাত্র। আমাদের সিদ্ধান্তে দল চলে না, দল চলে হাইকমান্ডের নির্দেশে। দলের হাইকমান্ড যে নির্দেশ দেয় আমরা সেটা পালন করি। তাই তিনি যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। হাই কমান্ডের সিদ্ধান্তই দলের সিদ্ধান্ত। এখানে কারো দ্বিমত করার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং শপথ গ্রহণ নিয়ে যে কথা উঠেছিলো সেটা তো হলো না। বেগম জিয়ার মুক্তির পরিবর্তে বিএনপি শপথ গ্রহণ করবে এটা যারা বলেছিলো সে কথার কোনো ভিত্তি নেই। কেননা বেগম জিয়া এখনো কারাগারে। তিনি কি এখনো মুক্ত হতে পারেননি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শপথ গ্রহণ বিএনপির দলীয় সিদ্ধান্ত। এটা ২০ দলীয় জোট বা জাতীয় ঐক্যফ্রন্টের বিষয় নয়। তাই সিদ্ধান্ত গ্রহণে ২০ দলীয় জোটের শরিক দল বা ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনার প্রয়োজনবোধ করেনি বিএনপি, সেজন্যই শপথ গ্রহণের পূর্বে তাদের জানানো হয়নি। বিএনপি হাইকমান্ড যেটা ভালো মনে করবে বিএনপির সিদ্ধান্ত সেটাই হবে।
তিনি আরো বলেন, আন্দোলনের জন্য এখন আর রাজপথে হরতাল-মিছিল করে কোনো লাভ নেই। দেশে আর হরতাল-মিছিল হবে না। আন্দোলন হবে ভিন্ন ধারায়। দেশের জনগণ বিএনপির সঙ্গে ছিলো এখনও আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়